এপ্রিলে কলকাতায় (Kolkata) ব্লকবাস্টার রবিবার। একই দিনে দুটো ম্যাচ। ঘন্টা দেড়েকের ব্যবধানে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স ও মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ।
বসন্ত উত্সবের দিনে ক্রিকেট উৎসবের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪) বাকি ক্রীড়া সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সদ্য প্রকাশিত সূচি অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স পরপর পাঁচটি হোম ম্যাচ পেয়েছে। মানে পরপর পাঁচটি ম্যাচ কেকেআর খেলবে ইন্ডিয়ান গার্ডেনন্সে।
নাইট রাইডার্সের পরপর পাঁচটি হোম ম্যাচ
•১৪ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্ট
• ১৭ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
• ২১ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
• ২৬ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস
• ২৯ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটাল
এপ্রিলের ১৪ তারিখ হতে চলেছে জমজমাট। রবিবার পড়েছে। ওই দিন শহরে হবে দুটো উত্তেজক ম্যাচ। আগে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। তারপর রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। মোহনবাগান এখন ভালো ছন্দে রয়েছে। এই ফর্ম নিয়েই নতুন মাসে শুরু করতে চাইবে দল। ১৪ এপ্রিল বিকেল পাঁচটায় মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। সাড়ে তিনটে থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ।