RFDL Derby: গতবারের মতো এবারের এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ও অনবদ্য ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। শুরুটা খুব একটা সুবিধের না হলেও পরবর্তীতে ফিরে আসে ছন্দ। আইএসএলের শক্তিশালী দল ওডিশা এফসি থেকে শুরু করে জামশেদপুর এফসির মতো দলের বিপক্ষে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে এসেছিল কলকাতা ময়দানের এই প্রধান।
তবে পরবর্তীতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে আটকে যায় দল। বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয় বিনো জর্জের ছেলেদের। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল দলের কাছে। সেই ম্যাচের পর নানাবিধ সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল দলের কোচকে।
তবে কয়েকদিন পর পরবর্তী ডার্বি ম্যাচে ময়দানে তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংকে পরাজিত করে সায়নরা। সেই ম্যাচ জিতেই এবারের ডেভেলপমেন্ট লিগের পরবর্তী রাউন্ডে চলে যায় মশার ব্রিগেড। তারপরই এই দ্বিতীয় রাউন্ডের এই প্রথম ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল বাস্তব রায়ের মোহনবাগান।
গত ডার্বিতে পরাজিত হওয়ার দরুন, এই ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চাপে ছিল ইস্টবেঙ্গল। তবে নির্ধারিত সময় শেষে দু গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় লাল-হলুদের ছোটরা। তবে এই ম্যাচেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের সম্মুখীন হতে হলেও লাল-হলুদকে। নাহলে অনায়াসেই ব্যবধান বাড়িয়ে ডার্বি জয় করতে পারত শ্যামলরা। তবে সায়ন ও শ্যামলের গোল কার্যত দিশেহারা হয়ে যায় বাগান ব্রিগেড।
এই জয় আশায় যথেষ্ট খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা। বলতে গেলে ফিরতি ডার্বিতে বদলা নিল ইস্টবেঙ্গল। জয়ের পরেই ময়দানের অতি পরিচিত স্টেইন গান সেলিব্রেশন করতে দেখা যায় সায়নদের। বলা বাহুল্য, গত ডার্বি জয়ের পর এই একই ভঙ্গিমায় সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল বাগান ফুটবলারদের। এবার সেই পদ্ধতিতেই বদলা।