মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) ম্যাচে আরও একবার বিতর্ক। বিতর্ক দানা বেঁধেছে এবার আরএফডিএল (RFDL)-এর ম্যাচকে কেন্দ্র করে। ইস্টবেঙ্গলের ন্যায্য গোল বাতিল করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
আরএফডিএল-এর আগের ডার্বিতে ৫-১ গোলে জয় পেয়েছিল মোহনবাগান। এদিনের ম্যাচে ইস্টবেঙ্গল জর টক্কর দিয়েছে বাগানকে। ম্যাচের শুরু থেকে গোল করার অন্য চেষ্টা করেছিল দুই দল। বাগানের কিছুটা অবিন্যস্ত খেলার সুযোগ নিয়ে আক্রমণ গড়ে তোলার কিছু চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু বিরতির আগে পর্যন্ত খেলার স্কোর ছিল ০-০।
ইস্টবেঙ্গল সমর্থক বা যারা ম্যাচ দেখেছেন তাদের একাংশের দাবি, প্রথম অর্ধেই পিছিয়ে পড়তে পারত মোহনবাগান। পিছিয়ে যা পড়ার কারণ নাকি রেফারির ভুল সিদ্ধান্ত। অভিযোগ, বিরতির আগে খেলার ৩৯ মিনিটে ইস্টবেঙ্গলের শ্যামল বেসরার ন্যায্য গোল বাতিল করে দিয়েছেন রেফারি। বল গোল লাইন অতিক্রম করলেও রেফারির গোল দেননি বলে অভিযোগ করা হচ্ছে। শ্যামল দূর পাল্লার শটে বাগান গোলরক্ষককে পরাস্ত করার চেষ্টা করেছিলেন।
Well, this is 𝗡𝗼𝘁 a goal as per referee!! 🙃
Slow claps 👏#RFDL #KolkataDerby #JoyEastBengal #IndianFootball #RelianceFoundationDevelopmentLeague pic.twitter.com/MieKKkBryF— 𝐄𝐀𝐒𝐓 𝐁𝐄𝐍𝐆𝐀𝐋 𝐔𝐋𝐓𝐑𝐀𝐒 (@ebultras1920) March 24, 2024
গোলরক্ষক বলের গতি রোধ করতে পারেননি। বল গিয়ে লাগে বারের নিচের অংশে। সেখান থেকে ডিফ্লেক্ট হয়ে বল গোল লাইন অতিক্রম করেছিল বলে ছবি দেখিয়ে দাবি করার হচ্ছে। ছোটোদের ডার্বিতে রেফারির এই সিদ্ধান্তের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সোচ্চার হয়েছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। লাল হলুদ সমর্থকদের স্পষ্ট দাবি, রেফারির ভুল সিদ্ধান্তে শিকার হয়েছে ইস্টবেঙ্গল।