দেশে ফের একবার বড় বিপর্যয় ঘটে গেল। ভেঙে পড়ল ব্রিজ। আজ শুক্রবার বিহারের (Bihar) ভেজা-বাকৌরের মাঝে মারিচার কাছে একটি নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় এখনও অবধি একজনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই তিব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।
আজ সকালে সুপৌলে একটি নির্মীয়মাণ সেতুর গার্ডার ভেঙে পড়ে। দুর্ঘটনায় অনেক শ্রমিক চাপা পড়ে গিয়েছেন বলে খবর। এই ঘটনায় প্রায় ৯ জন শ্রমিক আহত হয়েছেন। ইতিমধ্যে স্থানীয়রা আহত ৯ শ্রমিককে হাসপাতালে ভর্তি করেছেন। এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, সুপৌলের বাকোরে তৈরি হচ্ছিল এই সেতু। সকাল সাতটার দিকে হঠাৎ সেতুর গার্ডার ভেঙে পড়ে। ঘটনার পর সংস্থার সব লোকজন পালিয়ে যায়। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
#UPDATE | Supaul, Bihar: One died and nine injured as a portion of an under-construction bridge collapsed near Maricha between Bheja-Bakaur: Supaul DM Kaushal Kumar https://t.co/DhsS9ZCCws
— ANI (@ANI) March 22, 2024