Arvind Kejriwal: কেজরিওয়াল ‘গ্রেফতার’, জেল থেকে চলবে আম আদমি সরকার

তীব্র উত্তেজনা দিল্লিতে। মোদী তথা বিজেপি বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) গ্রেফতার। কেজরিওয়াল পদত্যাগ করবেন না জানিয়ে দিলেন দিল্লি বিধানসভার অধ্যক্ষ রাম নিবাস…

Arvind Kejriwal: কেজরিওয়াল 'গ্রেফতার', জেল থেকে চলবে আম আদমি সরকার

তীব্র উত্তেজনা দিল্লিতে। মোদী তথা বিজেপি বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) গ্রেফতার। কেজরিওয়াল পদত্যাগ করবেন না জানিয়ে দিলেন দিল্লি বিধানসভার অধ্যক্ষ রাম নিবাস গোয়েল। তিনি বলেছেন, জেল থেকেই সরকার চালাবে আপ।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতারের খবরে দেশ সরগরম। এর আগে বিজেপি বিরোধী শিবিরের আরও এক মু়খ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জমি দুর্নীতির তদন্তে জেরা করেছিল ইডি।  গ্রেফতারির ঠিক আগে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তবে দিল্লির সরকারে থাকা আম আদমি পার্টি বলেছে ভুয়ো মামলা চলছে। কেজরিওয়াল পদত্যাগ করবেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর একটি দল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছেছে। দলটি প্রথমে তল্লাশি অভিযান চালায় এবং তারপর মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। পিএমএলএর ৫০ ধারায় জেরা করছে ইডি। বলা হচ্ছে দশ জন ইডি অফিসার মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত রয়েছেন।

দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়াল ইডি জিজ্ঞাসাবাদের মধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান। তিনি বলেছেন নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালের কণ্ঠকে দমন করতে চায় এবং তাই তাকে গ্রেফতার করতে চায়।

আবগারি দুর্নীতির  মামলায় অবশেষে ইডি জেরার মুখে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তাঁর বাসভবনে চলছে তল্লাশি। আর বাইরে দলীয় সমর্থক অর্থাত আম আদমি পার্টির ঘেরাও শুরু করেছে। তাদের অভিযোগ, লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে ভুয়ো মামলায় গ্রেফতারের চক্রান্ত  করেছে কেন্দ্রের মোদী সরকার।

Advertisements

অভিযোগ দিল্লির আম আদমি পার্টির সরকার  ২০২১-২২ সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দেয়। আপ সরকার সেই অভিযোগ মানেনি। তবে মদ লাইসেন্স নীতি পরে খারিজ করা হয়।

এই আবগারি দুর্নীতির মামলায় বারবার জেরা এড়িয়ে যাচ্ছিলেন কেজরিওয়াল। তিনি নিজেকে নির্দোষ বলে  দাবি করে পাল্টা অভিযোগ করেন ষড়যন্ত্র চলছে। আদালতে রক্ষাকবচ চেয়েছিলেন। তবে রক্ষাকবচ মেলেনি। এরপর ইডি অভিযান। আম আদমি পার্টি সূত্রে খবর, ভুয়ো তথ্যের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতারির যাবতীয় পরিকল্পনা চলেছে। রক্ষাকবচের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।

দিল্লি সরগরম। আপ সমর্থকদের ক্ষোভ প্রবল। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের মুখোমুখি হয়েছেন আম আদমি সমর্থকরা। ভিতরে ইডি জেরার মুখোমুখি কেজরিওয়াল। এই মামলায়  আপের নেতা সিসোদিয়া এবং সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে তিহার জেলে রাখা হয়েছে।