Election Bond : নির্বাচনী বন্ড নিয়ে কমিশনকে সব তথ্য দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে তথ্য চেয়েছিল কমিশন। কারন সুপ্রিম কোর্টের নতুন করে ভর্ৎসিত হওয়ার পরে বৃহস্পতিবার হলফনামা পেশ করে এসবিআইয়ের তরফ…

SBI Requests Extension to Provide Information on Bonds

নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে তথ্য চেয়েছিল কমিশন। কারন সুপ্রিম কোর্টের নতুন করে ভর্ৎসিত হওয়ার পরে বৃহস্পতিবার হলফনামা পেশ করে এসবিআইয়ের তরফ জানানো হয়েছে যে নির্বাচনী বন্ড নিয়ে তাদের কাছে যা যা তথ্য ছিল, তা ২১ মার্চ নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং কেওয়াইসি সংক্রান্ত তথ্য ছাড়া বাকি সব তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে এসবিআই।

গত সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল সঠিক তথ্য জানাতে হবে কমিশনকে। নির্বাচনী বন্ড সংক্রান্ত যা যা তথ্য আছে,তা ২১ মার্চের মধ্যে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য এসবিআইকে নির্দেশ দিয়েছিল ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। সেইসঙ্গে ইউনিক বন্ড নম্বর জমা দিতে হবে বলেও কড়া ভাষায় জানিয়ে দেয় শীর্ষ আদালত। যা নির্বাচনী বন্ডের ক্রেতাদের সঙ্গে রাজনৈতিক দলের তথ্য মিলে যাবে।

এরপরই সুপ্রিম কোর্টের কাছে সেই বন্ডের হলফনামা দাখিল করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দাখিল করার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশকুমার খাড়া দাবি করেন যে প্রাথমিকভাবে সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং কেওয়াইসি সংক্রান্ত তথ্য এখানে প্রকাশ করা হয়নি,কারণ এতে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সুরক্ষা ব্যাহত হতে পারে। তা থেকে নতুন সমস্যাও তৈরি হতে পারে বলে জানান তিনি ।

Advertisements

তবে সুরক্ষা সংক্রান্ত কারণে যাঁরা নির্বাচনী বন্ড কিনেছেন, তাঁদেরও কেওয়াইসি সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। তাছাড়া এসবিআইয়ের সিস্টেমে সেই সংক্রান্ত তথ্যও ছিল না বলে দাবি করেছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান।