এই মরশুম শুরুতেই ময়দানের বাকি দুই হেভিওয়েটকে হারিয়ে কলকাতা লিগ ঘরে তুলেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পরবর্তীতে সেই ছন্দই দেখা দিয়েছে আইলিগের মতো টুর্নামেন্টে। শক্তিশালী আইজল এফসিকে হারিয়ে আইলিগের যাত্রা শুরু করেছিল এই দল। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই বেড়েছে ম্যাচ জয়ের সংখ্যা। মাঝে একটি ম্যাচে তাদের পরাজিত হতে হয়েছিল শক্তিশালী রিয়াল কাশ্মীর দলের বিপক্ষে। পরবর্তীতে ফের জয়ের সরনীতে ফেরে দল। সেখান থেকেই টানা জয়। যার দরুণ বর্তমানে আইলিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। বাকিদের সঙ্গে তফাৎ রয়েছে প্রায় আট পয়েন্টের।
তবে আইলিগের দ্বিতীয় লেগের ম্যাচে আবার তাদের লড়াই করতে হবে এই শক্তিশালী রিয়াল কাশ্মীর দলের বিপক্ষে। বর্তমানে ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কাশ্মীরের এই ফুটবল দল। তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে হায়দরাবাদের শক্তিশালী ফুটবল দল শ্রীনিধি ডেকান এফসি।
নিজেদের অ্যাওয়ে ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারানোর পর এবার নিজেদের ঘরের মাঠে আবার তাদের হারাতে চায় কাশ্মীরের ফুটবলাররা। কিন্তু এই লড়াই যে খুব একটা সহজ হবে না তা ভালো মতই জানে সকলের। তবুও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে রিয়েল কাশ্মীর ফুটবল দলের।
কিন্তু এই ম্যাচে রেমসাঙ্গার মত ফুটবলারকে মাঠে পাবেনা সাদা-কালো ব্রিগেড। যতদূর জানা গিয়েছে, হাল্কা চোটের কারণে কাশ্মীরে নিয়ে যাওয়া হয়নি এই দাপুটে ফুটবলারকে। মূলত শহরে রেখে তাকে ম্যাচ ফিট করে তোলাই অন্যতম উদ্দেশ্য। তবে মনে করা হচ্ছে পরবর্তীতে ইন্টারকাশি ম্যাচে খেলতে দেখা যাবে তাকে। কিন্তু তার আগে এই রিয়াল কাশ্মীর ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করাই অন্যতম উদ্দেশ্য চেরনিশভের ছেলেদের।