ISL: কাশ্মীরের ফুটবলারকে নিয়ে গরম হচ্ছে দলবদলের বাজার

মরসুম শেষ হতে এখনও অনেক বাকি। তার আগেই শুরু হয়ে গিয়েছে দল বদল সংক্রান্ত জল্পনা। আগামী মরসুমে আই লিগে একাধিক ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে (ISL)…

Danish Farooq ISL

মরসুম শেষ হতে এখনও অনেক বাকি। তার আগেই শুরু হয়ে গিয়েছে দল বদল সংক্রান্ত জল্পনা। আগামী মরসুমে আই লিগে একাধিক ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রবেশ করতে পারেন মনে করা হচ্ছে। অনেকেই আই লিগ খেলার পরেই ভারতের সর্বোচ্চ ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছেন। যার মধ্যে অন্যতম দানিশ ফারুক (Danish Farooq)।

দানিশ ফারুক ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম ধারাবাহিক ফুটবলার। জাতীয় দলের হয়ে খুব বেশি খেলার সুযোগ না পেলেও ক্লাব ফুটবল তিনি সুনামের সঙ্গেই খেলে চলেছেন। এক সময় রিয়াল কাশ্মীরের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন শ্রীনগরের এই ডিফেন্ডার। লোনস্টার কাশ্মীর, রিয়াল কাশ্মীর হয়ে আইএসএল।

   

আই লিগ থেকে উঠে আসার পর ধারাবাহিকভাবে সুযোগ পেয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের দলে। ২৭ বছর বয়সী এই ফুটবলার এখন খেলছেন কেরালা ব্লাস্টার্সের হয়ে। ২০২৩ সাল থেকে ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ক্লাবের কোচ ইভান ভুকামানোভিচ ধারাবাহিকভাবে ব্যবহার করেছেন তাঁকে। তবে কেরালা ব্লাস্টার্স মরসুমের শুরুর দিকে যে পারফরম্যান্স দেখিয়েছিল, এখন তাদের ফর্ম পড়তির দিকে।

এবারে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি আইএসএল-এর অন্য একটি দল চেন্নাইন এফসি। আগামী মরসুমে চেন্নাইন এফসিকে নতুন করে দল গোছাতে হবে আবার। শোনা যাচ্ছে দানিশ ফারুক দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী চেন্নাইন। যদিও কথাবার্তা এখন কিছুই চূড়ান্ত হয়নি।