বিশ্ববাজারে ইতিমধ্যেই এসে গিয়েছে হনর প্যাড ৯ (honor pad 9) । এবার ভারতের বাজারে আসতে চলেছে এই ট্যাব। তবে ঠিক কবে ভারতের বাজারে তা লঞ্চ হবে সেই নিয়ে কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি তবে ই-কমার্স সাইট অ্যামাজন এই ট্যাবটি কেনা যাবে বলে জানা গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, এই এই ট্যাবের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে।
এছাড়াও আরও জানা গিয়েছে যে এই ট্যাবে একটি বড় আকারের ডিসপ্লে থাকতে চলেছে। জার আয়তন ১২.১ ইঞ্চির হতে পারে। সেখানে ২.৫কে রেজোলিউশন পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ পর্যন্ত। এই ট্যাবে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র্যাম থাকতে পারে। এছাড়াও ৮ জিবি ভার্চুয়াল র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। এই ট্যাবে ২৫৬ জিবি স্টোরেজ থাকার কথাও রয়েছে।
এই ট্যাব পরিচালিত হতে পারে ম্যাজিক ওএস ৭.২এর সাহায্যে। এই ট্যাবে ৮৩০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। আলট্রা থিন ডিজাইনে থাকবে। মেটালিক ফিনিশ ডিজাইন হওয়ার সম্ভাবনা। এই ট্যাবে ৮টি স্পিকার থাকবে বলে জানা গিয়েছে।