দশ গোলের ম্যাচ। গোলের বন্যায় ভাসল নৈহাটি স্টেডিয়াম। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) ম্যাচে গোল হল মুড়ি-মুড়কির মতো।
অনুর্ধ্ব ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা ময়দানের দুই প্রধান, মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ছোটোদের ম্যাচ হলেও ডার্বি। তাই ফুটবল প্রেমীরা এই ম্যাচ সম্পর্কে খোঁজখবর রাখতে শুরু করেছিলেন। দশ গোল হতে পারে এই আশা হয়তো অনেকেই করেননি।
জানা গিয়েছে, ম্যাচের প্রথম দিকে ইস্টবেঙ্গলের দাপট ছিল বেশি। এক সময় মোহনবাগানের থেকে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পর বাগান ম্যাচে ফিরলেও লিড ফের দ্বিগুণ করে নিয়েছিল ইস্টবেঙ্গল। এক সময় ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল লাল হলুদের অনূর্ধ্ব ১৩ দল।
মোহনবাগানের অনূর্ধ্ব ১৩ দল ম্যাচের মোড় ঘোরাতে শুরু করে বিরতির পর থেকে। গোলের ব্যবধান কমিয়ে দেয় বাগানের ছোটোরা। ফের ম্যাচে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাতে থাকে ইস্টবেঙ্গল। এবং তারা সফলও হয়। ইস্টবেঙ্গল এগিয়ে যায় ৪-২ গোলে। ফের ব্যবধানে কমাতে শুরু করে মোহনবাগানের অনুর্ধ্ব ১৩ দল। ৪-৪ হয় স্কোরলাইন। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ৫-৫ স্কোরলাইনে। উল্লেখযোগ্য ব্যাপার হল এই ম্যাচের মোহনবাগান একবারের জন্যও লিড নিতে পারেনি। ইস্টবেঙ্গল প্রতিবার লিড নিলেও সবুজ মেরুন ব্রিগেড প্রতিবার ফিরে এসেছে ম্যাচে।