লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্যে ব্যাপক টাকা (Money Seized) উদ্ধার হল। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তেলেঙ্গানার করিমনগরের প্রতিমা মাল্টিপ্লেক্সে তল্লাশি চালিয়ে নগদ ৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই প্রসঙ্গে করিমনগরের এসিপি জানিয়েছেন, আয়কর দফতরের আধিকারিকরাও উপস্থিত রয়েছেন। মধ্যরাত থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকার সন্ধান পায় পুলিশ। সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় সাড়ে ছয় কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। টাকা ছিল বিআরএস নেতৃবৃন্দের বলে অভিযোগ। জানা গেছে, নির্বাচনে খরচ করার জন্য টাকা রাখা হয়েছিল। প্রতিমা মাল্টিপ্লেক্স বিআরএস সাংসদ প্রার্থী বিনোদ কুমারের আত্মীয়দের।
লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে তল্লাশি চালানোর পর থেকে পুলিশের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। করিমনগর টাউনের এসিপি নরেন্দ্র জানিয়েছেন, মাল্টিপ্লেক্সে হিসাব বহির্ভূত টাকা মজুত রয়েছে বলে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ৬.৬৫ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত হওয়া অর্থ আদালতে হাজির করা হবে জানিয়ে তিনি বলেন, আয়ের উৎস প্রকাশ পেলে তা ছেড়ে দেওয়া হবে।
Telangana | Police have conducted searches at Prathima Multiplex in Karimnagar and seized Rs 6 crores in cash is seized. I-T department officials also present: ACP Karimnagar
— ANI (@ANI) March 16, 2024