আন্তর্জাতিক মঞ্চে কলকাতার দুই দল দেশের প্রতিনিধিত্ব করতে পারে। বিষয়টা এখনই নিশ্চিত না হলেও সম্ভাবনা রয়েছে। সব অংক মিলে গেলে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি দুই দলই এশিয়ান (AFC) প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
কলিঙ্গ সুপার কাপ জিতে ইতিমধ্যে সোনালি দিনে ফিরে যাওয়ার একটা সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল’। লাল হলুদ সমর্থকদের মনে ভের আশিয়ান গৌরব। সুপার কাপ জেতার সুবাদে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্ট এখনই নিশ্চিত নয়।
মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত লিগ শিল্ড জয়ের দৌড়ে রয়েছে। শিল্ড জয়ের ব্যাপারে মুম্বাই সিটি এফসি ও ওড়িশা এফসির সঙ্গে জোর লড়াই চলছে বাগানের। ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে এখন কিছুটা এগিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তবে বাগানে শিল্ড আসা এখনও নিশ্চিত হয়নি।
পরিসংখ্যান অনুযায়ী, এবারের ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট সর্বোচ্চ ৫১ পয়েন্টে পৌঁছতে পারে যা অন্য যে কোনও দলের সম্ভাব্য সেরা পয়েন্টের চেয়ে বেশি হতে পারে। তাই তারা তাদের বাকি পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জিতলে এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্র করলে শিল্ড জিততে পারবে। এছাড়া, আইল্যান্ডার্সকে দুই গোলের ব্যবধানে হারাতে পারলে এবং বাকি চার ম্যাচের তিনটিতে জিতলে শিল্ড জিততে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলের পক্ষে প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখন কম। তবে সম্ভাবনা রয়েছে।