Loksabha Vote 2024: ডায়মন্ডে অভিষেক, কৃষ্ণনগরে মহুয়া, ঘাটালে দেব, ঘোষণা তৃণমূলের

অপেক্ষার অবসান, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল (TMC)। আজ রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়…

Abhishek Banerjee Accuses BSF of Assisting Terrorist Infiltration in Bengal

অপেক্ষার অবসান, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল (TMC)। আজ রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তিনি জানান…

   

কোচবিহার-জগদীশ চন্দ্র বসুনিয়া

আলিপুরদুয়ার-প্রকাশ চিক বরাইক

জলপাইগুড়ি-নির্মল চন্দ্র রায়

দার্জিলিং-গোপাল লামা

রায়গঞ্জ-কৃষ্ণ কল্যাণী

মালদহ উত্তর- প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়

জঙ্গিপুর-খলিলুর রহমান

বহরমপুর-ইউসুফ পাঠান

দমদম- সৌগত রায়

যাদবপুর-সায়নী ঘোষ 

ব্যারাকপুর-পার্থ ভৌমিক

পুরুলিয়া-শান্তিরাম মাহাতো

 বাঁকুড়া- অরূপ চক্রবর্তী

 বর্ধমান পূর্ব -ডঃ শর্মিলা সরকার

 

 বর্ধমান উত্তর-কীর্তি আজাদ

বালুরঘাট-বিল্পব মিত্র 

কৃষ্ণনগর-মহুয়া মৈত্র

বারাসাত-কাকলি ঘোষ দস্তিদার

রানাঘাট- মুকুটমণি অধিকারী

মালদহ দক্ষিণ-শাহনওয়াজ আলি রহমান 

ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা দক্ষিণ-মালা রায় 

কলকাতা উত্তর-সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

শ্রীরামপুর-কল্যাণ বন্দ্যোপাধ্যায় 

হুগলী- রচনা বন্দ্যোপাধ্যায় 

তমলুক-দেবাংশু ভট্টাচার্য

ঘাটাল-দেব (দীপক অধিকারী)  

মেদিনীপুর- জুন মালিয়া 

বাঁকুড়া অরুণ চক্রবর্তী 

আসানসোল- শত্রঘ্নু সিনহা 

বীরভূম-শতাব্দী রায়

বনগাঁ: বিশ্বজিৎ দাস

আরামবাগ : মিতালী বাগ

ঝাড়গ্রাম : কালিপদ সরেন 

বসিরহাট: হাজী নুরুল ইসলাম 

জয়নগর: প্রতিমা মন্ডল

উলুবেড়িয়া : সাজনা আহমেদ

মথুরাপুর : বাপি হালদার

মুর্শিদাবাদ : আবু তাহের খান  

বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল 

বোলপুর- অসিত কুমার মাল