লিগ শিল্ড জয়ের দৌড়ে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। দৌড়ে রয়েছে একাধিক দল। অন্য ম্যাচের দিকেও নজর রাখতে হচ্ছে সবুজ মেরুন শিবিরকে। আগামী ১০ মার্চ ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ হওয়ার কথা রয়েছে। তার আগে চাপে পড়তে পারে বাগান।
আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় রয়েছে মুম্বাই সিটি এফসির ম্যাচ। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। মোহনবাগান সুপার জায়ান্টের মতো মুম্বাই সিটি এফসিও লীগ ষিল্ড জয়ের দৌড়ে রয়েছে প্রবলভাবে। শুক্রবার সকালের আপডেট অনুযায়ী, ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার শীর্ষে রয়েছে ওড়িশা এফসি (১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট), দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি (১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট), তৃতীয় স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট (১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট)। জামশেদপুর এফসির বিরুদ্ধে জিতলে কিংবা ড্র করলেই ওড়িশা এফসির থেকে পয়েন্ট বেশি হবে মুম্বাই সিটি এফসির, প্রথম স্থানে চলে যাবে দল। ওড়িশা এফসি নেমে আসবে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানেই থাকবে বাগান।
ওড়িশা এফসি ইন্ডিয়ান সুপার লীগে তাদের শেষ ম্যাচে পরাজিত হয়েছিল। চেন্নাইন এফসি ২-১ গোলে হারিয়েছিল ওড়িশা এফসিকে। মুম্বাই সিটি এফসি আজকের ম্যাচে পয়েন্ট নষ্ট করলে সুবিধা হয়ে যাবে মোহনবাগান সুপার জায়ান্টের। আর ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে চাপ বাড়বে বাগানের ওপর।
𝐀𝐰𝐚𝐲 𝐝𝐚𝐲𝐬 𝐚𝐭 𝐭𝐡𝐞 𝐒𝐭𝐞𝐞𝐥 𝐂𝐢𝐭𝐲 ⚒️#TheIslanders are on the road again as we take on Jamshedpur FC at the JRD Tata Sports Complex 💪
Lets get in the groove, मुंबई 🩵#JFCMCFC #MumbaiCity #AamchiCity 🔵 pic.twitter.com/KAoiwnnuod
— Mumbai City FC (@MumbaiCityFC) March 8, 2024
তবে শিল্ড জয়ের সম্ভাবনা থেকে একেবারে বঞ্চিত হবে না ক্লাব। অংকের বিচারে মুম্বাই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি ম্যাচের পরেও শিল্ড জয়ের সম্ভাবনা পুরো মাত্রায় থাকবে বাগানে। লড়াইটা আরও একটু জোরদার হবে শুধু।