আন্তর্জাতিক মঞ্চে বারংবার লজ্জার মুখে পড়ছে ভারতীয় ফুটবল। এশিয়ান প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আশা জিইয়ে রেখেছিল ওড়িশা এফসি (Odisha FC)। তারাও পর্যুদস্ত। পূর্ণ শক্তির দল নামিয়েও দলের পরাজয় ঠেকাতে পারলেন না সের্জিও লোবেরা। বৃহস্পতিবার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের বিরুদ্ধে ০-৪ গোলে হারল ওড়িশা এফসি।
বিদেশি দলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে ভারতীয় ফুটবল। জাতীয় দল হোক কিংবা ক্লাব, বিশ্ব মঞ্চে বারংবার পরাজয়ের গ্লানি ভারতীয় ফুটবল মহলে। ওড়িশা এফসিও তার ব্যতিক্রম হল না। চার গোলে পরাজয়। একটিও গোল দিতে পারল না দল। ফিরতে পর্বের ম্যাচ বাকি। সেখানে ভালো কিছু করে দেখাতে পারলে ভারতীয় ফুটবলের মুখ রক্ষা হবে কিছুটা।
এই ম্যাচকে কেন্দ্র করে আশার আলো দেখার চেষ্টা করেছিলেন ভারতীয় ফুটবল সমর্থকরা। চলতি ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার শীর্ষে রয়েছে ওড়িশা এফসি। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের বিরুদ্ধে এদিনের ম্যাচে ওড়িশা এফসি ভালো ফর্ম করুক, চেয়েছিলেন আপামর ভারতীয় ফুটবল অনুরাগী ভক্ত। হল উল্টো না। বিরতির আগে এক গোল, বিরতির পর তিন গোল করল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স।
Defeat in Gosford. 💔#odishAFC #AmaTeamAmaGame #KalingaWarriors | #OFCInAsia #AFCCup #CCMOFC pic.twitter.com/Br17BMGqTL
— Odisha FC (@OdishaFC) March 7, 2024
ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল ছিল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ফুটবলারদের পায়ে। আক্রমণ শানানোর দিক থেকেও তারা এগিয়ে। পাসিং ফুটবল খেলে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল ওড়িশা এফসি। তাতে কাজের কাজ হয়নি। অ্যাটাকিং থার্ডের জমেনি খেলা। ফলে গোলমুখী শটের সংখ্যাও কম।
রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিওরা পুরো সময় মাঠে থাকলেও দাগ কাটতে পারননি। এই ম্যাচের আগে কিছুটা নস্টালজিক ছিলেন রয় কৃষ্ণা। চেনা মাঠ। অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন ক্যারিয়ারের অন্যতম সেরা সময়।