লোকসভা ভোটের আগে ফের একবার চরম পদক্ষেপের পথে হাঁটলো কেন্দ্রের মোদী সরকার। ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরে বসবাসকারী লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) সদস্য মহম্মদ কাসিম গুজ্জরকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)।
এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘মোদী সরকার বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার ভয়ঙ্কর মাস্টারমাইন্ড মহম্মদ কাসিম গুজ্জর ওরফে সালমান ওরফে সুলেমানকে জঙ্গি হিসাবে ঘোষণা করেছে।’
মন্ত্রক আরো জানিয়েছে, লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি মহম্মদ কাসিম গুজ্জর সন্ত্রাসবাদী হামলায় অসংখ্য মৃত্যু ও আহত হয়েছেন এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনায় জড়িত। দেশের ঐক্য ও অখণ্ডতার বিরুদ্ধে কেউ কর্মকাণ্ডে জড়িত থাকলেই নির্মমভাবে মোকাবেলা করা হবে।
The Modi government has declared the dreaded mastermind of several terror attacks Mohammad Qasim Gujjar alias Salman alias Suleman as a designated terrorist.
An operative of the Lashkar-e Taiba (LeT) Mohammad Qasim Gujjar has caused numerous deaths and injuries with terror…
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) March 7, 2024