ছবিতে নয় এবার সরাসরি গালে জুতো মারব বলেই হুঁশিয়ারি দিলেন বিজেপির (BJP) কর্মী-সমর্থকরা। হুমকিতে কাঁপছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। জেলা সদর বাঁকুড়া ছাড়িয়ে সংসদীয় আসনের সর্বত্র ছড়িয়েছে ক্ষোভ। সুভাষ সরকারের অনুগামীরা এতটাই কম যে বিদায়ী সাংসদ কীভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন তাতেই চিন্তিত রাজ্য নেতৃত্ব।
সাংসদ সুভাষ সরকারকে নিভে তীব্র বিড়ম্বনায় বিজেপি। তাঁকে ঘরবন্দি করতে পারে কর্মীরা এমনও আশঙ্কা বাড়ছে। এর আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে দলীয় কার্যালয়ে তালাবন্দি করে রাখা হয়েছিল। সুভাষ সরকারের ছবিতে জুতো মেরে কালি লেপে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকরা।এবার ভোটের মুখে সুভাষ সরকারের নামেই জ্বলছে জেলা বিজেপি।
গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত হওয়ার আশঙ্কায় মুখ বন্ধ রেখেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। জেলা বিজেপির বিক্ষুব্ধদের হুঁশিয়ারি, সুভাষ সরকারের পাশে থাকবেন দলীয় কর্মীদের বড় অংশ। সাংসদের বিরুদ্ধে চলবে প্রচার।
জেলা বিজেপির বিক্ষুব্ধরা সংখ্যাগরিষ্ঠ। তারা রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করেছিলেন যাতে সুভাষ সরকারকে প্রার্থী করা না হয়। আবেদন বিফলে গেছে। সুভাষ ফের প্রার্থী হতেই শুরু হয়েছে তাঁকে ঘরবন্দি করার ছক।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিজেপিরই কর্মীদের অভিযোগ, বাঁকুড়া লোকসভা এলাকায় কোনও কাজ করেননি সাংসদ। তিনি স্টাইল মেরে থাকেন। বিক্ষুব্ধদের হুঁশিয়ারি নির্বাচনে সুভাষকে একঘরে করা হবে।