Bengaluru Cafe Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের তদন্ত করবে NIA

বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফেতে বিস্ফোরণের তদন্ত করবে এনআইএ। গত ১ লা মার্চ শুক্রবার পূর্ব বেঙ্গালুরুর ব্রুকফিল্ডের রামেশ্বরম ক্যাফেতে হওয়া বিস্ফোরণে ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার…

Bengaluru cafe blast

বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফেতে বিস্ফোরণের তদন্ত করবে এনআইএ। গত ১ লা মার্চ শুক্রবার পূর্ব বেঙ্গালুরুর ব্রুকফিল্ডের রামেশ্বরম ক্যাফেতে হওয়া বিস্ফোরণে ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে এই বিস্ফোরণের তদন্ত হস্তান্তর করা হয় এনআইএ-র কাছে।

Advertisements

ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজে যান আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে। তিনি ঘটনাস্থল পরিদর্শনও করেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান যে সরকারি স্বার্থে তদন্তটি এনআইএ-কে হস্তান্তর করার কথা বিবেচনা করা হতে পারে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ঠিক একদিন বাদেই তদন্ত এনআইএ-র হাতে গেল।

   

এনআইএর অধিকর্তারা মিল খুঁজে পাওয়ার জন্য পূর্বের বিস্ফোরণের ঘটনাগুলিও খতিয়ে দেখছেন। এর মাঝেই কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দাবি করেন কংগ্রেস পার্টি সত্যি লোকানোর চেষ্টা করে চলেছে। তবে পুলিশি তদন্তে খুশি কর্ণাটকের আরেক মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। এই পর্যন্ত, কর্ণাটক পুলিশকে তদন্তে সাহায্য করে চলেছে এন আই এ, ন্যাশনাল সিকিউরিটি গ্রুপ এবং ইন্টেলিজেন্স ব্যুরো।

Advertisements

এখনও পর্যন্ত সিসিটিভি ফুটেজ থেকে এক টুপি – মাস্ক পরা ২৮ – ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে দেখতে পাওয়া গেছে যে ক্যাফেতে খাবার অর্ডার দিয়েও না নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। পুলিশ এবং এনআইএর সন্দেহ তালিকার একেবারে প্রথমে এই ব্যক্তি। তবে এখনও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।