ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কোচ বদল হওয়ার পর বদলে গিয়েছে সবুজ মেরুন ফুটবলারদের শরীরীভাষা। চোট আঘাত সমস্যা থেকেও অনেকটা মুক্তি পেতে শুরু করেছে দল। কিন্তু কিছু না কিছু সমস্যা থেকেই যায়। পরের ম্যাচে খেলতে পারবেন না মোহনবাগান সুপার জায়ান্টের মাঝমাঠের নির্ভরযোগ্য ফুটবলার।
ইন্ডিয়ান সুপার লীগের সম্প্রতিতম ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে পরাজিত করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ৭ মিনিটের মধ্যে গোল করে বাগানকে এগিয়ে দিয়েছিলেন দিমি পেত্রাতস। এরপর আরও দুটো গোল। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু দু’জনেই নিজেদের নাম তুলেছেন স্কোর-শীটে। ইন্ডিয়ান সুপার লীগের শেষ পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে বাগান। যার মধ্যে চারটি ম্যাচ থেকে এসেছে পুরো তিন পয়েন্ট।
আগে থেকে ঠিক কড়া সূচি অনুযায়ী মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ১০ মার্চ কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে এই বড় ম্যাচ হবে না বলে মনে করা হচ্ছে। নির্ধারিত দিনে ম্যাচ না হলে কবে মোহন-ইস্ট ম্যাচ হবে সে ব্যাপারে এখনই কিছু বলা যাছে না। তবে একটা বিষয় নিশ্চিত। কার্ড সমস্যার কারণে মাঝ মাঠের এক ফুটবলারকে পরের ম্যাচে পাবে না মোহনবাগান।
A huge win in front of our home crowd! Upwards! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/OzZr7HVarE
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 1, 2024
কার্ড সমস্যায় পড়েছেন বাগানের মাঝ মাঠের ফুটবলার দীপক টাংরি। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন তিনি।