যুবরাজ সিং (Yuvraj Singh) সম্পর্কিত কিছু জল্পনা শোনা যাচ্ছিল। জল্পনা অনুযায়ী, তিনি প্রবেশ করতে পারেন রাজনীতিতে। এমনটাও দাবি করা হচ্ছিল, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে পঞ্জাবের গুরুদাসপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। তবে এবার এই খবর সংক্রান্ত পুরো সত্যিটা সামনে এসেছে। যুবরাজ সিং নিজেই এ ব্যাপারে মুখ খুলেছেন।
নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করে এই সব জল্পনাকে মিথ্যা ঘোষণা করে উড়িয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। যুবরাজ বলেছেন যে তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না এবং তাঁর ফাউন্ডেশন YOUWECAN মাধ্যমে মানুষকে সাহায্য করা চালিয়ে যাবেন।
Contrary to media reports, I'm not contesting elections from Gurdaspur. My passion lies in supporting and helping people in various capacities, and I will continue to do so through my foundation @YOUWECAN. Let's continue making a difference together to the best of our abilities❤️
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 1, 2024
তিনি বলেন, “আমি গুরুদাসপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছি না। মানুষকে সাহায্য করা এবং সহায়তা করা আমার আবেগ এবং আমি আমার ফাউন্ডেশন
YOUWECAN মাধ্যমে এটি চালিয়ে যাব। আসুন সবাই মিলে আমরা একসঙ্গে সাহায্য করি।’
যুবরাজ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ির সঙ্গে দেখা করেছিলেন। তখন থেকেই তাঁর রাজনীতিতে প্রবেশের খবর ছড়িয়ে পড়তে শুরু করে। যুবরাজ সিংয়ের টুইট স্পষ্ট করে দিল, এই মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ভাবনা নেই তাঁর।
শনিবার রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন যুবরাজ সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু ক্রিকেটার গৌতম গম্ভীর। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়া গৌতম গম্ভীর এখন ক্রিকেটে মনোনিবেশ করতে চান। সেই কারণে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গৌতম গম্ভীর এবং যুবরাজ সিং দুজনেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।