শেষ ম্যাচে সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল। যা নিয়ে হতাশ ছিল সকলেই। তবে এবার ফের জয়ে ফিরল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। পূর্ব নির্ধারিত সূচি মেনে আজ নিজেদের ঘরের মাঠে তারা খেলতে নেমেছিল জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিপক্ষে। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে মেরিনার্সরা। সবুজ-মেরুন জার্সিতে আজ গোল্ড পেয়েছেন যথাক্রমে অজি তারকা দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স এবং আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু।
আজকের এই জয়ের দরুন আইএসএলের দ্বিতীয় স্থান উঠে আসল সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে, এবারের আইএসএলের লিগশিল্ড জয়ের আরো খানিকটা কাছে চলে আসল কলকাতা ময়দানের এই প্রধান। বলা বাহুল্য, আজ ম্যাচের শুরু থেকেই দাপট থেকেছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের।
প্রথম থেকেই মনবীরদের আটকাতে কার্যত দিশেহারা পরিস্থিতি দেখা দিয়েছিল জামশেদপুরের ডিফেন্ডারদের। তাই ম্যাচের শুরুতে অনায়াসেই গোল করে দলকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। তারপর সনি নর্দের স্টাইলে সেলিব্রেশন। যা সহজেই নজর কেটেছে সমর্থকদের। প্রথমার্ধের শেষে দল এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বাড়তে থাকে গোলের সংখ্যা।
ম্যাচের মাঝামাঝি সময় মানবির সিংয়ের দুরন্ত পাস থেকে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে গোল করে যান দলের অজি বিশ্বকাপার। তারপর আর কোন ভাবেই নাচে ফেরা সম্ভব ছিল না খালিদ জামিলের ছেলেদের। শেষে জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সাদিকু। যারফলে, শিল্ড জয়ের স্বপ্ন এখনো থাকলো সবুজ-মেরুনের।