রাজনীতির বাজারে সরগরম সন্দেশখালি। কিছুদিন আগেই সেখান গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছেন বাম ঘেঁষা অভিনেতারা। আর এবার সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কিছুদিন আগেই দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের সাংসদ পদ থেকে অব্যাহতি যেয়ে ইস্তফাপত্র দিয়েছেন তিনি। তারপর এক প্রতিক্রিয়ায় মিনি জানিয়েছিলেন, দিদি তার ইস্তফাপত্র গ্রহণ করেননি।
আর এবার সন্দেশখালির ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে দেখা গেল মিমি চক্রবর্তীকে। এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘অনেক বলছিলেন আপনারা কেন কোনও মন্তব্য করছেন না। সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় বক্তব্য দেওয়াটাই তো আর বক্তব্য হয় না। আজকাল ফেসবুক ইন্সটাগ্রামে মানুষ নিজের বক্তব্য পেশ করে। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, যে দোষ করে সে দোষী।’
মিমির কথায়, ‘দোষীর কোনও জাত, ধর্ম, দল সেটা ম্যাটার করে না। তার দোষ যদি প্রমাণিত হয়, সে শাস্তি পাবে সেটাই নিয়ম। আর যে ভিকটিম তাকে ন্যায় পেতে হবে। আমি নিরপেক্ষ ভাবে কথা বলতে ভালোবাসি, মানুষের পক্ষে কথা ভালোবাসি। সুতরাং যে দোষ করবে তাকে শাস্তি পেতেই হবে।’
তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান যখন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে তিনি ‘১৭৪ ধারা’-র উল্লেখ করেন। সেই ভিডিও ফুটেজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চরম কটাক্ষের স্বীকার হয়েছেন নুসরত। অন্য দিকে মিমি চক্রবর্তী কিন্তু কার্যত নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাঁর মতে দোষীর শাস্তি হবেই।