Mamata Banerjee At Didi No. 1: ‘আমার লক্ষ্মী চন্দ্র, সূর্য আকাশে জ্বলে তারা। আমার লক্ষ্মী ধনধান্যে নবান্ন দিয়ে ভরা’। বাংলাকে ভালোবেসে লেখা কবিতা খানা পাঠ করে শোনালেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর প্রতিভায় ডগমগ খুশি রচনা। আবেগে ভেসে চাহনি দিয়েই বুঝিয়ে দিলেন যে দিদির কবিতাটি বেশ ভালো লেগেছে। এপিসোড চলাকালীন মমতা রচনার কেমিস্ট্রিও ছিল সাংঘাতিক। মুখ্যমন্ত্রীকে বরণ করার জন্য রচনা উত্তরীয় পরাতেই, সেটা উল্টে রচনার গলাতেই পরিয়ে মমতা বলেছিলেন, ‘এটা তোমাকেই শোভা পায়। তুমিই আসলে দিদি নম্বর ওয়ান।’
এইতো সেদিন এক প্রমোতে দেখা গিয়েছিল যে ছেলেবেলার কথা বলতে গিয়ে আবেগতাড়িত মুখ্যমন্ত্রী বলেন- ‘এত ছোটবেলায় বাবা- মা মারা গেছে, তখন সংসারটা আমাকেই মেইনটেন করতে হয়েছে। তখন আমার ১০-১১ বছর বয়স। আমি রাত ৩টের সময় উঠে রান্নাবান্না করে, তারপর স্কুলে যেতাম। আমার ছোটবেলাটা হারিয়ে গেছে।’
সম্প্রতি, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগী হিসাবে নয়, বিশেষ অতিথি হিসাবে। সেখানে গিয়েই হাজারও প্রতিভা দেখিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রমুগ্ধ করেছেন রচনা ডোনাদের। প্রকাশ্যে আসছে তারই একাধিক প্রমো। কিন্তু কবে আসল এপিসোডটি সম্প্রচার করা হবে, সে নিয়েও উঠছে প্রশ্ন। এ প্রসঙ্গে এদিন জানা গিয়েছে, চলতি সপ্তাহের সপ্তাহান্তেই সম্প্রচারিত হবে এটি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চলতি সপ্তাহেই অর্থাৎ ৩রা মার্চ, রবিবার দিদি নম্বর ১-এর সানডে স্পেশ্যাল এপিসোডে রাত ৮টা থেকে দেখতে পাবেন আপনি।
View this post on Instagram