বিরাট ধাক্কা কংগ্রেসে, শুভেন্দু অধিকারীর হাত ধরে BJP-তে যোগ দিলেন কৌস্তভ বাগচী

২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিরাট বড় পালাবদল ঘটল বাংলার রাজ্য রাজনীতিতে। গতকালই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন কৌস্তভ বাগচী (Kaustav…

বিরাট ধাক্কা কংগ্রেসে, শুভেন্দু অধিকারীর হাত ধরে BJP-তে যোগ দিলেন কৌস্তভ বাগচী

২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিরাট বড় পালাবদল ঘটল বাংলার রাজ্য রাজনীতিতে। গতকালই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। এবার সেই কৌস্তভ বাগচীই যোগ দিলেন বিজেপিতে।

Advertisements

আজ বৃহস্পতিবার বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে দলে যোগ দেন কৌস্তভ। এদিকে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছেন তিনি।

Advertisements
   

দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, “আজ আমরা কৌস্তভ বাগচীকে বিজেপিতে স্বাগত জানাতে পেরে খুশি।” যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সংগঠনের অন্দরে সম্মানের অভাবের অভিযোগ তুলে বুধবার কংগ্রেস থেকে পদত্যাগ করেন কৌস্তভ বাগচী বলে খবর। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্যের জেরে গ্রেফতার হন বিশিষ্ট আইনজীবী কৌস্তভ। এই ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল পড়ে যায় সেইসময়। এরপর জামিনে মুক্তিও পেয়ে যান কৌস্তভ। যাইহোক, গতকাল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠান। সেইসঙ্গে এই পদত্যাগ পত্রের প্রতিলিপি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সাধারণ সম্পাদক তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গুলাম আহমেদ মীরের কাছে পাঠান কৌস্তভ।