ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে টেস্ট সিরিজের চারটি ম্যাচ খেলা হয়েছে। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচটি আপাতভাবে স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ। দুই দলের মধ্যে পঞ্চম ম্যাচটি ধর্মশালায় খেলা হবে। ধর্মশালা ম্যাচের আগে ভারতের প্রথম একাদশ নিয়ে শোনা যাচ্ছে গুঞ্জন।
আগামী ৭ মার্চ থেকে শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করতে চাইবে টিম ইন্ডিয়া। একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর উপায়ের খোঁজে থাকবে ইংল্যান্ড দল। প্রসঙ্গত, এই সিরিজে রোহিত শর্মার অধিনায়কত্বে মোট চারজন ক্রিকেটারের অভিষেক হয়েছে। এদিকে সিরিজের পঞ্চম ম্যাচে আরও একজনের অভিষেকের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেকের সুযোগ পেতে পারেন দেবদূত পাড়িক্কল ( Devdutt Padikkal)। রোহিত শর্মা এই ম্যাচে তাঁকে পরখ করে নিতে পারেন। এই সিরিজের তৃতীয় ম্যাচ থেকেই টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে পাড়িক্কল। প্রথম আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় রয়েছেন তিনি। এই সিরিজ ইতিমধ্যে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে তাঁকে অভিষেকের সুযোগ দেওয়া হলে ক্রিকেট প্রেমীরা হয়তো অবাক হবেন না। এই ম্যাচে রজত পতিদারের (Rajat Patidar)) জায়গায় খেলার সুযোগ পেতে পারেন তিনি। পাতিদারের এই সিরিজেই টেস্ট অভিষেক হয়েছে। তবে পতিদার এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
Devdutt Padikkal set to make a India debut in Dharamshala.
KL Rahul is unlikely to be fit for the next match and Rajat Patidar’s performance is not as expected to keep his place.pic.twitter.com/LeU1HJnw5x
— Sujeet Suman (@sujeetsuman1991) February 29, 2024
রজত পতিদার ছাড়াও রয়েছেন সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং আকাশদীপ সিং। পাতিদারকে ছাড়া অভিষেক হওয়া বাকি তিন ব্যাটসম্যান বেশ ভাল পারফরম্যান্স করেছেন। এই সিরিজে ২ ম্যাচে ৪৮.০০ গড়ে ১৪৪ রান করেছেন সরফরাজ খান। ধ্রুব জুরেল দুই ম্যাচে ৮৭.৫০ গড়ে করেছেন ১৭৫ রান। জুরেল তাঁর দ্বিতীয় টেস্ট ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলেন। আকাশ দীপ নতুন বলে ভারতকে দারুণ শুরু এনে দিয়েছিলেন। প্রথম স্পেলে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।