WB Weather: ফের নামল পারদ, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস

আজ মঙ্গলবার ব্যাপক আবহাওয়া (Weather) বদলের ইঙ্গিত দেওয়াল হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আজ উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ…জেলাগুলিতে ঝেঁপে বর্ষণের (Rainfall) ইঙ্গিত দেওয়া হয়েছে। যে…

আজ মঙ্গলবার ব্যাপক আবহাওয়া (Weather) বদলের ইঙ্গিত দেওয়াল হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আজ উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ…জেলাগুলিতে ঝেঁপে বর্ষণের (Rainfall) ইঙ্গিত দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে আবহাওয়া বলে খবর। আজ সকাল থেকেই মেঘলা আকাশ দেখে রীতিমতো কলকাতা শহর থেকে শুরু করে অন্যান্য জেলাবাসীর ঘুম ভেঙেছে।

কলকাতায় এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আজ সকাল থেকেই শহরের আকাশ রয়েছে মেঘলা। তাপমাত্রার সামান্য নিম্নমুখী হয়েছে। এদিকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর আসছে। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হয়েছিল। এদিকে আজ মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

   

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আংশিক মেঘলা থাকলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।