আরও এক ধাপ এগোল সুব্রত পালের (Subrata Paul ) নিজের ক্লাব AIPL FC। এই প্রথম রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগে (RFDL) অংশ নিয়েছে তাঁর ক্লাব। ভারতের কিংবদন্তি এই ফুটবলার এখন ভবিষ্যতের তারকা গড়ার কাজে রত। সুব্রত পালের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সমানভাবে কাজ করছেন টিম ডিরেক্টর ডক্টর দেবস্মিতা মুখার্জী ও সায়নী চৌধুরী।
শুক্রবার বেলায় নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেছিলেন সুব্রত। নিজের ক্লাবের লোগো দিয়ে ক্যাপশনে লিখেছেন এক স্বপ্নের উড়ানের কথা। “এটা শুধুমাত্র কোনো ফুটবল ক্লাব নয়। প্যাশান, ডেডিকেশন, বড় কিছু করে দেখানোর বিশ্বাসের এক সংমিশ্রণ। অত্যন্ত গর্বের সঙ্গে AIPL এফসির আগমণ সংবাদ দিচ্ছি।”
A dream takes flight. ✨ This isn’t just a football club, it’s a culmination of passion, dedication, and the belief in…
Posted by Subrata Paul on Thursday, 22 February 2024
সুব্রত পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই ক্লাবের ভাবনা আজকের নয়। কয়েক বছর আগে তিনি এবং তাঁর বন্ধু শীর্ষেন্দু চক্রবর্তীর প্রয়াসে শুরু হয়েছিল এই ক্লাব গড়ার কাজ। ধীরে ধীরে কিছু কাজ হয়েছে। আগামী দিনে আরো অনেক কাজ বাকি। খুব তাড়াতাড়ি হয়তো বড় কিছু জানাতে পারবো। হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বেশ কিছু কাজ সম্পন্ন করতে পারতো পারবো।”
“এটা আমারই ক্লাব। সোদপুরে দুটো মাঠ নিয়েছি। প্র্যাকটিস করাচ্ছি। এবারেই প্রথম আরএফডিএল-এ আমরা খেলছি। আইডব্লুএল-এও আমাদের দল রয়েছে”, বলেছেন সুব্রত।
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগের নর্থ জোনে রয়েছে এআইপিএল এফসি। ইতিমধ্যে দুটো ম্যাচ খেলেছে দল। দিল্লি এফসি ও সুদেভার বিরুদ্ধে খেলেছে এআইপিএল এফসি। দুই ম্যাচে পরাজিত হলেও নজর কেড়েছে সুব্রত পালের ক্লাব।
📢 #RFDL Season 3 has reached North Region! ⚽️
With 3⃣ new teams, it’s going to be an epic contest for sure 👊@ril_foundation | #RelianceFoundationDevelopmentLeague #RFSports #LetsPlay #Football #NorthRegion pic.twitter.com/O24TDlgPFF
— RF Youth Sports (@RFYouthSports) February 20, 2024