East Bengal vs Jamshedpur : কাজে এলো না নন্দকুমারের গোল, শেষ হাসি হাসল জামশেদপুর

সুপার কাপের বদলা এবার আইএসএলে (Indian Super League)। নির্ধারিত সূচী অনুযায়ী আজ ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East…

East Bengal vs Jamshedpur : কাজে এলো না নন্দকুমারের গোল, শেষ হাসি হাসল জামশেদপুর

সুপার কাপের বদলা এবার আইএসএলে (Indian Super League)। নির্ধারিত সূচী অনুযায়ী আজ ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal vs Jamshedpur)। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল খালিদ জামিলের জামশেদপুর এফসি। দলের হয়ে আজ গোল পান যথাক্রমে রাই তাচিকাওয়া ও মানজারো। অন্যদিকে, লাল-হলুদ জার্সিতে একটিমাত্র গোল পান ভারতীয় তারকা নন্দকুমার শেখর। আজকের এই ম্যাচে প্রথম গোলটি নন্দকুমারের পা থেকে এলেও শেষ পর্যন্ত তা রক্ষা করা সম্ভব হয়নি। প্রতিপক্ষ ফুটবলারদের ঘনঘন আক্রমণে কার্যত দিশেহারা হয়ে যায় ইস্টবেঙ্গল ডিফেন্স।

Advertisements

এই পরাজয়ের দরুন এবারের আইএসএলের সুপার সিক্সের লড়াই থেকে কার্যত ছিটকে গেল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে একদিকে যেমন প্রথম ছয়ে উঠে আসল জামশেদপুর। অন্যদিকে, ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তলানিতে থাকল মশাল ব্রিগেড। যা নিয়ে প্রচন্ড হতাশ দলের সমর্থকরা। এই ম্যাচের পর থেকেই দুই নতুন বিদেশীর ভূমিকা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। এছাড়াও প্রতি ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়া লাল-হলুদ রক্ষনভাগ নিয়ে যথেষ্ট চিন্তায় থাকবেন কুয়াদ্রাত। 

Advertisements
   

বলাবাহুল্য, এই জামশেদপুর দলকেই গত কয়েকদিন আগে পরাজিত করেছিল কুয়াদ্রাতের ছেলেরা। আজ নিজেদের ঘরের মাঠে বদলা নেওয়ার লড়াই ছিল খালিদ জামিলের ছেলেদের। তা পূরণ করলেন এই ভারতীয় কোচ।