ক্যালকাটা হকি লীগে (Calcutta Hockey League) মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের (Mohun Bagan AC) বিজয় রথ ছুটেই চলেছে। আবারো বড় ব্যবধানে জিতেছে দল। এবার হারডজন গোল দিয়েছে মোহনবাগান।
ঘরের মাঠে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ম্যাচের আগে থেকে তৈরি হয়েছিল প্রত্যাশা। সমর্থকদের মাঠে আসার জন্য অনুরোধ করেছিলেন সবুজ মেরুন হকি তারকারা। বাগানের যা দল তাতে বড় ব্যবধানে জয় প্রত্যাশা করা যায়। প্রতিযোগিতার বাকি খেলাগুলোতে পরপর বড় ব্যবধানে জয় পেয়ে এসেছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ফুড কর্পোরেশনের দলের বিরুদ্ধেও তার ব্যতিক্রম হয়নি। ৬-১ ব্যবধানে জিতেছে বাগান। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন অর্জুন। একটি করে গোল করেছেন অতুল, যুবরাজ ও প্রদীপ। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জিতল মোহনবাগান।
Half a dozen to seal the match.
Joy Mohun Bagan! 💚🏑♥️#JoyMohunBagan #Mariners #MohunBagan #MBAC #MohunBaganAthleticClub #Hockey #IndianHockey #IndianHockeyMatch #CalcuttaHockeyLeague #Champions #CalcuttaHockeyLeague2024 #CHL #CHL2024 pic.twitter.com/C0TOyNKEmT
— Mohun Bagan (@Mohun_Bagan) February 21, 2024
ক্যালকাটা হকি লীগে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের অন্যান্য ম্যাচের ফলাফল:
• ফেব্রুয়ারি ১৯, মোহনবাগান ৩-০ ইস্টার্ন রেলওয়ে
•ফেব্রুয়ারি ১৬, মোহনবাগান ৭-০ ক্যালকাটা পোর্ট ট্রাস্ট
•ফেব্রুয়ারি ১৩, মোহনবাগান ৯-১ ভিভিড ওয়াই.এইচ.সি
•ফেব্রুয়ারি ১০, মোহনবাগান ১৪-০ খালসা ব্লুজ অ্যাথলেটিক ক্লাব