Debashree Roy: টলিউডের প্রথম সারির অন্যতম অভিনেত্রী হলেন দেবশ্রী রায়। যদিও সেভাবে তাকে আর বড় পর্দায় কাজ করতে দেখা যায় না। তিনি আজকাল ছোট পর্দাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। বর্তমানে কেন তাকে দেখা যায় না বড় পর্দায়? তিনি কি নিজে থেকেই কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন না নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ! খুব স্বাভাবিকভাবেই ভক্তদের মনে এই সমস্ত প্রশ্ন বারে বারে ঘুরতে থাকে। অনেকে আবার এমনও মনে করেন ইন্ডাস্ট্রিতে নেপটিজম শিকার হয়েছেন দেবশ্রী!
এই প্রসঙ্গে অভিনেত্রী দেবশ্রী রায়ের কাছে এক সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন রাখা হয়, “কাজের প্রস্তাব কম আসে, না কি আপনার প্রত্যাখ্যানের সংখ্যা বেশি?” এর উত্তরে অভিনেত্রী দেবশ্রী রায় জানিয়েছেন, “প্রচুর ‘না’ বলি। বিট্টু (সোহম চক্রবর্তী) ‘শাস্ত্রী’র জন্য বলতে তখনও মনে হয়েছিল যে, আবার না বলতে হবে। তার আগে পাঁচটা ছবি আমি ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু ও গল্পটা শোনানো শেষ করার আগেই রাজি হয়ে যাই। অভিনেত্রী হিসেবে মনে হয়, কোন কাজটা করব আর কোনটা করব না, সেটা একটু হলেও বুঝতে পারি।”
বেশ কিছুদিন আগেই হঠাৎ ব্রেইন স্টকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন দেবশ্রী রায়। তারপরে অভিনেতার সঙ্গে দেবশ্রীর আর কোন কথা হয়েছে কিনা সেই প্রসঙ্গে সংবাদ মাধ্যম থেকে জানতে চাওয়া হলে অভিনেত্রী জানিয়েছেন, “এই তো সরস্বতী পুজোর দিন দেখে এলাম। খুব ভাল আছেন। হাসপাতালে বসেই বলছিলেন যে, দ্রুত শুটিং শুরু করবেন। কিন্তু আমি বলেছিলাম চিকিৎসকরা এখন বিশ্রাম নিতে বলেছে। শুনে বললেন, ‘‘ধুস! ডাক্তাররা ও সব বলে।’’ মিঠুনদা চিরকাল ফুল অফ এনার্জি (হাসি)।”