BJP: লোকসভা ভোটের আগেই ৫টি পদে জিতল বিজেপি, মাথায় হাত শাসক দলের

২০২৪-এর লোকসভা ভোট (Loksabha Election 2024)-এর দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। দিনক্ষণ কবে ঘোষণা হবে সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। যদিও অঘোষিত নির্বাচনী প্রচার যেন…

BJP: লোকসভা ভোটের আগেই ৫টি পদে জিতল বিজেপি, মাথায় হাত শাসক দলের

২০২৪-এর লোকসভা ভোট (Loksabha Election 2024)-এর দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। দিনক্ষণ কবে ঘোষণা হবে সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। যদিও অঘোষিত নির্বাচনী প্রচার যেন শুরু করার দিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এরই মাঝে বাংলায় বড় জয় হল বিজেপি (BJP)-র। কয়েকটি গুরুত্বপূর্ণ পদে জয় হল বিজেপির।

Advertisements

যে কারণে বঙ্গ গেরুয়া শিবির কিছুটা হলেও অক্সিজেন পেল বলে মনে করছে বিশিষ্ট মহল। সকাল থেকেই চলছিল ভোটাভুটি, গণনা। তবে সন্ধে হতে না হতেই ফলাফল প্রকাশ্যে এল, আর যা দেখে চমকে গেল সকলে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ৫টি পদে জয়ী বিজেপি প্যানেল।

Advertisements
   

কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ৫টি পদে জয়ী হয়েছে বিজেপি মনোনীত প্যানেল। বিজেপি মনোনীত প্যানেল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কৃষ্ণেন্দু ভট্টাচার্য, সমস্ত গুরুত্বপূর্ণ সম্পাদক পদে শঙ্করপ্রসাদ দলপতি, সহকারী পদে জয়ী হয়েছে। অন্যদিকে সম্পাদক ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় এবং দুই কমিটির সদস্য ঐশ্বর্য রাজ্যশ্রী ও সারদা শা জয়ী হয়েছেন বলে খবর।