Debashree Roy: ‘উনিশে এপ্রিল জাতীয় পুরস্কার পাওয়ার পর আমার দায়িত্ব বেড়ে যায়। খুব ছোট বয়সে অভিনয় শুরু করি। এখনও কিন্তু অনুরাগীরা আমার অভিনয় দেখার জন্য অপেক্ষা করেন। কাজ করার জন্য যে কোনও চরিত্রে রাজি হতে পারব না।’ অভিনয়ের ক্ষেত্রে বেছে কাজ করার প্রসঙ্গে এমনটাই বললেন বর্ষীয়ান অভিনেত্রী দেবশ্রী রায়। অভিনেত্রীর কথায়, ‘প্রচুর ‘না’ বলি। বিট্টু (সোহম চক্রবর্তী) ‘শাস্ত্রী’র জন্য বলতে তখনও মনে হয়েছিল যে, আবার না বলতে হবে। তার আগে পাঁচটা ছবি আমি ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু ও গল্পটা শোনানো শেষ করার আগেই রাজি হয়ে যাই। অভিনেত্রী হিসেবে মনে হয়, কোন কাজটা করব আর কোনটা করব না, সেটা একটু হলেও বুঝতে পারি।’
তারকা সন্তান ছিলেন না দেবশ্রী। সোনার চামচ মুখে নিয়েও হয়নি জন্ম। তাহলে কতটা লড়াই করে বাংলায় নিজের জায়গাটা করে নিতে হয়েছিল তাঁকে, তা একটু ভাবলেই পরিষ্কার হয়ে যায়, এ প্রসঙ্গে দেবশ্রী রায় বললেন, ‘কিন্তু তাতে আর কী হল? দেবশ্রী রায় কি পদ্মশ্রী পেয়েছেন? না পাননি। এখান থেকে আমি অন্য কোনও সেরার সম্মানও পাইনি। জাতীয় পুরস্কারজয়ী এবং আন্তর্জাতিক পরিচিতি পাওয়া দেবশ্রী রায়কে হয়তো ওগুলো দেওয়া যায় না। মাঝে মাঝে মনে হয়, আমি মরাঠি, কিন্তু জন্মেছি আর বড় হয়েছি কলকাতায়! আমার মনে হয়, আমি যোগ্য নই তাই হয়তো পাইনি।’
আগামীতে কেমিস্ট্রি মাসি ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়বেন বর্ষীয়ান অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। ট্রেলার প্রকাশ্যে আসতে প্রশংসাও পেয়েছেন বিস্তর। এ বিষয়ে কী বলতে চান। উত্তরে দেবশ্রী জানালেন, ‘সত্যি বলছি, ট্রেলার প্রকাশের পর থেকে খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। কনসেপ্টটা দর্শকের পছন্দ হচ্ছে। সবে সিরিজ়টা মুক্তি পেয়েছে। এখনও নিজে দেখার সুযোগ পাইনি। আশা করছি, খুব জলদি জানতে পারব।’