ইন্ডিয়ান সুপার লীগের (আইএসএল) দশম মরশুমের দ্বিতীয় লেগে কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala blasters fc) তাদের শোচনীয় ধারা অব্যাহত রেখেছে। নিজেদের শেষ ম্যাচে ওড়িশা এফসি-র কাছে হেরে যাওয়া হলুদ ব্রিগেড এবার পঞ্জাব এফসি-র সামনেও পরাজয় বরণ করেছে। ম্যাচ হেরে ক্ষোভ প্রকাশ করেছেন দলের কোচ ইভান ভুকোমানোভিচ।
সোমবার কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় কেরালা ব্লাস্টার্স। এই খেলায় হলুদ ব্রিগেডের এটি অন্যতম খারাপ পারফরম্যান্স ছিল। সাম্প্রতিক অতীতে কেরালা ব্লাস্টার্স দলকে এত খারাপ খেলতে দেখেনি তাদের ভক্তরা। হারের থেকেও বড় কথা, দল যেভাবে খেলেছে, সেটাই হলুদ ব্রিগেড সমর্থকদের মন খারাপের আরও বড় কারণ।
এদিকে কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচও এমন পরাজয়ের মুখোমুখি হতাশা প্রকাশ করেছেন। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচটিকে ব্লাস্টার্সে যোগ দেওয়ার পর থেকে হলুদ ব্রিগেডের সবচেয়ে জঘন্য পারফরম্যান্স বলে বর্ণনা করেছেন তিনি। এই ফলাফলকে যারপরনাই বিব্রতকর বলে উল্লেখ করেছেন ইভান। তিনি বলেছেন, ইনজুরির কারণে কিছু খেলোয়াড়ের না থাকাকে এই পরাজয়ের অজুহাত হিসেবে তুলে ধরা যায় না।
Not our night. #KBFCPFC #KBFC #KeralaBlasters pic.twitter.com/MexAsnVtMJ
— Kerala Blasters FC (@KeralaBlasters) February 12, 2024
তিনি বলেন, ‘ভারতে আসার পর এটাই আমাদের (কেরালা ব্লাস্টার্স) সবচেয়ে বাজে পারফরম্যান্স। আমি লজ্জিত। আমি মনে করি খেলোয়াড়দের ক্ষেত্রেও একই অবস্থা।”