কার্লোস কুয়াদ্রাতের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই নতুন করে সেজে উঠছে লাল-হলুদ (East Bengal FC) ব্রিগেড। বিশেষ করে বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে কোচের। জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে সাউল ক্রেসপো , বোরহা হেরেরা ও অ্যান্তোনিও পার্দো লুকাসের মতো তারকা।
এছাড়াও অজি ফুটবলার জর্ডন এলসিকে আনেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। এই নতুন টিম নিয়ে মরশুমের শুরু থেকেই একেবারে অনবদ্য ছন্দে চলে আসে লাল-হলুদ ব্রিগেড। যার দরুন ডুরান্ড কাপ ফাইনাল খেলে ইস্টবেঙ্গল। চূড়ান্ত সাফল্য না হলেও খেলোয়াড়দের সক্রিয়তা যথেষ্ট নজর কেড়েছিল সকলের।
তারপর কলিঙ্গ সুপার কাপে অনবদ্য ছন্দে থাকে ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসি থেকে শুরু করে শ্রীনিধি ডেকান হোক কিংবা মোহনবাগান। একের পর এক দলের বিরুদ্ধে আসে জয়। সেখান থেকে জামশেদপুর এফসির বিপক্ষে সেমিফাইনাল জয়। হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে সার্জিও লোবেরার ওডিশা এফসিকে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ জয়। বলতে গেলে এ যেন এক স্বপ্নের যাত্রা। তবে শুধু সিনিয়র দল নয়। অন্যান্য বিভাগের ফুটবলের ক্ষেত্রেও উন্নতি করতে মরিয়া ম্যানেজমেন্ট। এই মর্মেই এবার এক বাংলার ছেলেকে দায়িত্ব দিল ইস্টবেঙ্গল।
তিনি সুরাজ সিং বিস্ট। বর্তমানে ক্লাবের অনূর্ধ্ব ১৩ দলের কোচ হিসেবে যোগদান করেছেন তিনি। সদ্য এফসির সি লাইসেন্স পেয়েছেন। একটা সময় গোকুলাম কেরালার মহিলা দলের দায়িত্ব পালন করেছেন সফলভাবে। তাই সবদিক মাথায় রেখেই এবার তাকে দায়িত্ব দিয়েছে ময়দানের এই প্রধান।