লোকসভা ভোটের মুখে ফের চর্চায় নাগরিকত্ব আইন (Citizenship Act)। ভোটের আগেই লাগু হবে নয়া আইন। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহেই দেশ জুড়ে লাগু হবে সংশোধিত নাগরিকত্ব আইন।
২০১৯ সালে ক্ষমতায় এসে সিএএ আইন পাস করে দ্বিতীয় মোদি সরকার। তারপর থেকে এ নিয়ে বিতর্ক চলছে। অনেক আন্দোলন বিক্ষোভও হয়েছে। কিন্তু সিএএ লাগু হয়নি। করোনা অতিমারি। তা নিয়ে জারি হওয়া লকডাউনের জেরে সিএএ লাগু করা যায়নি বলে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এরই মাঝে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রকাশ্য মঞ্চে সাফ জানিয়ে দিলেন শীঘ্রই সিএএ লাগু হবে। এবং তা লোকসভা ভোটের আগেই হবে। চব্বিশের লোকসভা ভোটের আগেই নোটিফিকেশন জারি হবে। তাঁর মতে, ‘সিএএ আইন তো হয়েই গিয়েছে। নিয়মগুলো শীঘ্রই জারি করা হবে।’ লোকসভা ভোটের আগেই কি হবে? জবাবে অমিত শাহ বলেন, ‘অবশ্যই লোকসভা ভোটের আগেই হবে।’
একমাসের মধ্যে লোকসভা ভোট ঘোষণা হবে। জারি হয়ে যাবে নির্বাচনী বিধি। সেই বিধি জারি হয়ে গেলে আর সিএএ নিয়ে নোটিফিকেশন জারি করা যাবে না। তাই মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই লাগু হবে সিএএ বিধি। জারি করা হবে নোটিফিকেশন।
গত মাসে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন এক সপ্তাহের মধ্যে সিএএ লাগু হবে। কিন্তু তা হয়নি। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বিরোধী শিবির। গত বাইশে জানুয়ারি পার্ক সার্কাসের সভা থেকে সিএএ নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন যে তিনি সিএএ করতে দেবেন না। এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন সিএএ হবেই। সেটাও আবার লোকসভা ভোটের আগে। এ নিয়ে নতুন করে চড়ছে রাজনীতিরর পারদ।