আজ বিকেলেই জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তার আগে গত কয়েকদিন দলকে নিয়ে কঠোর অনুশীলন ও করিয়েছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। এই জয় আসলেই পয়েন্ট টেবিলের আরো কিছুটা উপরে চলে আসবে ইস্টবেঙ্গল ।
এক্ষেত্রে একাধিক তরুণ প্রতিভাকে রেজিস্ট্রেশন ও করানো হয় ইন্ডিয়ান সুপার লিগে। তাদের মধ্যেই রয়েছেন তন্ময় দাস। এবারের ফুটবল মরশুমে আগরপাড়ার এই মিডফিল্ডারের উপরেই ভরসা রাখছে লাল-হলুদ। উল্লেখ্য, জুনিয়র দলের কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে কলকাতা লিগে একাধিক ম্যাচ খেলেছিলেন তন্ময়।
সেই সুবাদেই এবার সিনিয়র দলে প্রমোট করেছে ম্যানেজমেন্ট। তবে তিনি একানন। গতকাল আরেক তরুণ তারকা টিঙ্কু কাঙ্গুজামকে ও আইএসএলের আওতায় আনে ময়দানের এই প্রধান। এসবের মাঝেই গত কয়েকদিন আগে ইস্টবেঙ্গলের ট্রায়ালে দেখা গিয়েছিল নয়া বিদেশি ফুটবলারকে। তিনি ড্যারিয়াস স্নরটন পারউড। ইস্টবেঙ্গলের ট্রায়ালে এই লাইবেরিয়ান তারকাকে দেখেই কার্যত চমকে গিয়েছে সকলে। অ নেকেই তখন মনে করেছিলে এবার হয়তো ইস্টবেঙ্গলে যোগ দেবেন এই বিদেশী তারকা। তেমনটাই জানা যাচ্ছিল বিভিন্ন সূত্রের তরফ থেকে।
কিন্তু না। এবার উঠে আসলো, নয়া তথ্য। আইএসএলের কোন ফুটবল ক্লাব নয়। দেশের দ্বিতীয় ডিভিশনের লিগ অর্থাৎ আই লিগে খেলবেন এই লাইবেরিয়ান। তিনি এবার যোগ দেবেন আইলিগের অন্যতম সক্রিয় দল নেরোকা এফসিতে। বর্তমানে এগারো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে রয়েছেন নেরোকা। তাই সেক্ষেত্রে দলের অবনমন বাঁচানোর লড়াইয়ে ড্যারিয়াসকে সামনে রেখেই বাকি ম্যাচগুলি খেলতে চাইছে এই ফুটবল ক্লাব।