Babul Supriyo: প্রেম দিবসে বাবুলের গান, শুনে দেখুন

Babul Supriyo: সামনেই ভ্যালেন্টাইন উইক। প্রেম দিবস উপলক্ষে প্রত্যেক তারকারায় কিছু না কিছু নিজের মতো করে উপহার দিতে চাইছেন। সম্প্রতি বাবুল সুপ্রিয় নিজের মতো করেই…

Babul Supriyo

Babul Supriyo: সামনেই ভ্যালেন্টাইন উইক। প্রেম দিবস উপলক্ষে প্রত্যেক তারকারায় কিছু না কিছু নিজের মতো করে উপহার দিতে চাইছেন। সম্প্রতি বাবুল সুপ্রিয় নিজের মতো করেই অনুরাগীদের দিলেন এক বিশেষ উপহার।

এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। বেশ কিছুক্ষণ ধরে একঝাঁক স্মৃতি রোমন্থণ করলেন শিল্পী। তারপর তিনি বলেন, ‘গায়ক হিসেবে শোতে সবসময় সেই গানগুলোই গাই, যেগুলো দর্শক পছন্দ করেন। শ্রোতারা আমাদের কাছে নানারকম গানের রিকোয়েস্ট করেন। এই গানটা আজ থেকে ২৫ বছর আগে ১৯৯৮ সালে প্রথম মুক্তি পেয়েছিল। সেইসময় পরিচালক ফারহা খানের তৈরি এটি প্রথম ভিডিয়ো শ্যুট ছিল। তখন দিয়া মির্জাও ভীষণভাবে মন কেড়ে চলেছেন ভক্তদের।’

   

Shahid Kapoor: সেন্সর বোর্ডের নিশানায় শাহিদের ছবি, ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’-র দৃশ্যে চলল কাঁচি

তাঁর (Babul Supriyo) সংযোজন, ‘এরপর থেকে যখনই আমি বিভিন্ন দেশে বা কোথাও গিয়েছি, এই গানটার অনুরোধ পেয়েছি। যেহেতু আমার কেরিয়ারে রোম্যান্টিক গানের সংখ্যা প্রচুর, মানুষ পছন্দও করেন আমার কণ্ঠে এই ধরনের গান শুনতে। তাই আমি আমার শোতে একের পর এক হিট গানগুলো গাই। যেমন- হাম-তুম বা পরি পরি যাই হোক না কেন, এই গানটির ডিম্যান্ড সবসময় থেকেছে। এভাবেই একদিন টিপসের কর্ণধার কুমার তওরানির সঙ্গে কথা হচ্ছিল এই বিষয়ে। এবং মনে হয়েছিল যদি কোনও একটা গানকে আবারও নতুন করে তুলে ধরতে হয়, তবে এই গানটি অগ্রাধিকার পাওয়া উচিৎ। এবং সেই সূত্রেই গানের শ্যুটিং শুরু।’