Somak Chakraborty: ‘নিক্কো পার্ক জঘন্য হয়ে গিয়েছে। অব্যবস্থাপনা এবং স্বচ্ছতার অভাব স্পষ্ট। আমাদের ছোটবেলার গন্তব্য নিসন্দেহে নিজেকে হারিয়ে ফেলেছে। এরপর বাচ্চাদের অন্য কোথাও নিয়ে যাব। লজ্জা হওয়া উচিত নিকোপার্ক, মা-বাবাদের এভাবে হেনস্থা করার জন্য।’ নিকোপার্কে গিয়ে চূড়ান্ত বিপাকে পড়েছিলেন আরজে সোমক।
রবিবার এই চূড়ান্ত ঝামেলা নিয়ে ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়ে সোমক আরও বলেন, ‘যাদের ছোট ছোট বাচ্চা আছে আর নিক্কো পার্ক আসার কথা ভাবছেন, তাঁরা দশবার ভাববেন। এখানে যা দেখছি। আমার ৩ বছরের বাচ্চা আছে। যে বাড়ির ভাত, ডাল, মাছ, মাংস ছাড়া কিছুই খায় না। বলছে আউটসাইড ফুড অ্যালাউ নয়। এবার বাইরের খাবার কোনটা। রেস্তোরাঁ বা দোকান থেকে কেনা বলেই জানতাম। ঘরে তৈরি খাবার কীভাবে বাইরের খাবার হতে পারে।’
সোমকের এই অভিযোগের উত্তর দিয়ে নিক্কো পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই রকম একটা ম্যাসেজ পেয়ে খুব দুঃখ পেয়েছি। আমরা যটা সম্ভব চেষ্টা করি গোটাটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করার। তাও উনি একথা বললেন। ছোট বাচ্চাদের খাবার আছে বললে আমরা শুধু খাবারটা দেখতে চাই। কারণ অনেকেই বাচ্চাদের খাবার বলে, নিজেদের খাবার নিয়ে ভিতরে যান। আমার এত বছরের কেরিয়ারে প্রথম কেউ এমন অভিযোগ করল। আমাদের যেহেতু খাবার নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই ভিতরে বসে খাওয়ার ব্যবস্থাও নেই। তাই আমরা বাইরে এসে খাওয়ার কথা বলি। এমনিতেএকবার বেরিয়ে গেলে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু কেউ বাচ্চাকে খাবার খেতে বের হলে, তাঁরা ফের ঢুকতে পারে।’