শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম লেগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan)। পুরো সময়ের শেষে ২-২ গোলে অমীমাংসিত থেকেছে ম্যাচের ফলাফল। তাই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই প্রধানকে।
একদিকে যেমন নিজের জন্মদিনে গোল পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। অন্যদিকে, গোল পেয়েছেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। এছাড়াও গোল এসেছে লাল-হলুদের তরুণ তারকা অজয় ছেত্রীর পা থেকে ও এসেছে গোল। এমনকি সুযোগ নষ্ট করেননি আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু।
বলতে গেলে, কাল এক টানটান উত্তেজনা পূর্ন ম্যাচের সাক্ষী থেকেছে সকলে। প্রথমদিকে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও পরবর্তীতে সাদিকু গোল করে সমতা ফেরায় মোহনবাগানকে। তবে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের জেরে চোটের মুখে পড়তে হয়েছে দুই দলের একাধিক ফুটবলারদের। যা পরবর্তীতে চিন্তায় রাখবে দুই দলের কোচকে। এছাড়াও দেখা দিয়েছে কার্ডের সমস্যা। যারফলে, পরবর্তী ম্যাচে খেলা হয়ত সম্ভব হবে না বেশকিছু ফুটবলারদের। যাদের মধ্যে রয়েছেন ভারতীয় তারকা দীপক টাংড়ি ও আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু।
সেজন্য আগামী ১০ই ফেব্রুয়ারী ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচে হায়দরাবাদ এফসির বিপক্ষে খেলা সম্ভব হবে না এই দুই তারকার। এক্ষেত্রে কামিন্সের উপর ভরসা রেখেই মাঠে নামতে হবে সবুজ-মেরুনকে।