হেমন্ত সোরেনের পর আরও এক অ-বিজেপি ‘INDIA’ মঞ্চের মুখ্যমন্ত্রী ইডি নিশানায়। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি সরকারের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে গেছে ইডি। কেন্দ্রীয় এই আর্থিক তদন্তকারী সংস্থার অভিযোগ, বারবার কেজরিওয়ালকে জেরায় হাজিরা দিতে বলা হলেও তিনি জেরা এড়িয়েছেন। জানা যাচ্ছে বুধবার কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আদালতে আবেদন জানাতে পারে ইডি। সেই প্রস্তুতি শুরু হয়েছে।
কেজরির দল আপ আগেই আশঙ্কা করেছিল, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীকে ভুয়ো মদ কেলেঙ্কারির মামলায় গ্রেফতার করতে চায় ইডি। আপ নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের আগে মোদী সরকার তাদের বিরোধী জোটের নেতাদের জেলে ঢোকাতে মরিয়া।
গত শুক্রবার ইডির হাজিরা এড়ানোর কারণ হিসেবে আম আদমি পার্টির প্রধান জানিয়েছিলেন, এবারও তিনি ইডি দফতরে যাচ্ছেন না। গ্রেফতারের জন্যই কেজরিওয়ালকে বার বার তলব করা হচ্ছে বলে দাবি আম আদমি পার্টির।
আসছে
আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির নজরে অরবিন্দ কেজরিওয়াল। পাঁচবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরায় তলব করা হয়েছে। তিনি পাঁচবারই জেরায় গরহাজির ছিলেন। ইডি সমনকে ‘বেআইনি’ বলেছিলেন তিনি। দিল্লির সরকারে থাকা আম আদমি পার্টি দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেফতার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই।