CBI: নিজাম প্যালেসে রহস্যময় কাণ্ড, রক্ষী খুন?

চাঞ্চল্য ছড়াল নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে CBI দফতরের নিরাপত্তাকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল। জানা যাচ্ছে বাথরুমে যান CBI দফতরের নিরাপত্তাকর্মী। তবে এরপর দীর্ঘক্ষণ তাঁকে দফতরের…

CBI: নিজাম প্যালেসে রহস্যময় কাণ্ড, রক্ষী খুন?

চাঞ্চল্য ছড়াল নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে CBI দফতরের নিরাপত্তাকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল। জানা যাচ্ছে বাথরুমে যান CBI দফতরের নিরাপত্তাকর্মী। তবে এরপর দীর্ঘক্ষণ তাঁকে দফতরের মধ্যে কেউ দেখতে পাননি। পুলিশ কর্মীরা খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। এরপর বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকেই চমকে ওঠেন আধিকারিক-কর্তারা। দেখতে পান যে বাথরুমের প্যানের মধ্যে মুখ চুবিয়ে পড়ে রয়েছেন তিনি। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিজাম প্যালেসে পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

জানা যাচ্ছে, মৃতের নাম মীর আজাহার আলি, তিনি থাকতেন মুর্শিদাবাদে। মীর আজাহার আলি সিবিআই অফিসে নিরাপত্তার দায়িত্ব সামলাতেন বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। পুলিশ জানাচ্ছে যে মৃত ব্যক্তি কলকাতার আর্মড পুলিশের গার্ড। এবং বৃহস্পতিবার নিজাম প্যালেসে ডিউটি ছিল তাঁর। সহকর্মীরা জানিয়েছেন যে সকাল বেলায় ১৯ তলায় কমন বাথরুমে যান তিনি। এরপর দীর্ঘক্ষণ ধরে বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলেই জানান তারা।

পুলিশ জানাচ্ছে যে মৃত ব্যক্তি কলকাতার আর্মড পুলিশের গার্ড। এবং বৃহস্পতিবার নিজাম প্যালেসে ডিউটি ছিল তাঁর। সহকর্মীরা জানিয়েছেন যে সকাল বেলায় ১৯ তলায় কমন বাথরুমে যান তিনি। এরপর দীর্ঘক্ষণ ধরে বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলেই জানান তারা। প্রথমে কেউ সেভাবে চিন্তা করেন নি। তারা মনে করেন যে হয়তো ভিতরে বিশেষ প্রয়োজনে দেরি হচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ পরও ওই পুলিশ কর্মীকে খুঁজে না পাওয়ায় সন্দেহর দানা বাধে।

Advertisements

ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে ছুঁটে আসেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। দরজা ভেঙে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই পুলিশ কর্মীকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই পুলিশ কর্মীর।