বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল শিক্ষা সংক্রান্ত মামলা। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে সব মামলার শুনানি হত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, সেগুলি সরিয়ে নেওয়া হল। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মঙ্গলবার বেঞ্চ নির্ধারণ করেন। এবার থেকে মামলাগুলি শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা।
শিক্ষা সংক্রান্ত একাধিক মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, তাঁর নির্দেশেই একাধিক মামলায় শুরু হয় সিবিআই বা ইডি তদন্ত। কিন্তু এবার সেই সব শিক্ষা সংক্রান্ত মামলা সরে গেল বিচারপতির বেঞ্চ থেকে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার বিচারের দায়িত্ব দেওয়া হলো।
প্রসঙ্গত, সিঙ্গল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের সংঘাত প্রকাশ্যে আসে। এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
প্রসঙ্গত, সিঙ্গল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের সংঘাত প্রকাশ্যে আসে। এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। জানা যাচ্ছে, মঙ্গলবার এজলাস ছাড়ার সময় এই সংঘাতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এদিনই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরানো হচ্ছে।
সাধারণত, কোনও মামলা সরানো হলে, সাধারণত একসঙ্গে সব বিচারপতির বেঞ্চের মামলা বদল হয়। কিন্তু যখন ১ জন বা ২ জন বিচারপতির বেঞ্চ থেকে মামলা সরানো হয়, তখন মনে করা হয় যে প্রধান বিচারপতি কোনও বার্তা দিতে চাইছেন। এমনটাই দাবি আইনজীবী মহলের।
অপর দিকে, আগেই বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত বেশিরভাগ মামলাই সরিয়ে নেওয়া হয়। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে ছিল শুধু উচ্চ প্রাথমিকের মামলা। তবে মঙ্গলবার সেই মামলা থেকে নিজেই সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন।