বড় সিদ্ধান্ত নিল সরকার। জানা যাচ্ছে এবার থেকে রাজ্যের সব স্কুলে পাওয়া যাবে হাইস্পিড ইন্টারনেট (high-speed internet) পরিষেবা। রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে যে এই কারণে একটি ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। ওয়েবেল প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক সব বিদ্যালয়ে হাইস্পিড ইন্টারনেটের কানেকশন বসাবে।
করোনার সময় যখন স্কুল-কলেজ বন্ধ ছিল তখন একমাত্র ভরসা ছিল অনলাইন ক্লাস। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেই চলছে পড়াশোনা। তবে অতিমারি পরিস্থিতি কেটেছে এখন। স্কুলে চলছে পঠন-পাঠন। কিন্তু এখনও স্কুলের বহু কাজের একমাত্র উপায় ইন্টারনেট।
কিন্তু, অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্কুলে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে ইন্টারনেট চলে না ঠিক ভাবে। নিম্নমানের স্পিডে স্কুলের বহুকাজে সমস্যা তৈরি হয়। এছাড়া, এখন ‘বাংলা শিক্ষা পোর্টালের’ মাধ্যমে স্কুলগুলি নিয়ন্ত্রিত হয় বললেই চলে। শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী, পড়ুয়াদের নম্বর এই পোর্টালে আপলোড করতে হয়। আর তার জন্য প্রয়োজন ইন্টারনেট। কিন্তু অভিযোগ উঠছে যে অনেক সময় নেটের সমস্যার জন্য খুব ধীর গতিতে কাজ করতে হয়।
এই সমস্ত পরিস্থিতি মাথায় রেখে, এবার হাইস্পিড ইন্টারনেট পরিষেবা বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা-দফতর। Webel –কে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দু’মাসের মধ্যেই ইন্টারনেট কানেকশন লাগানোর কাজ শেষ করতে হবে। জানা গিয়েছে যে এই নেট কানেকশনগুলো ৩৯ মাসের জন্য থাকবে।