আগাম জামিনের আবেদন করল তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। রেশন দুর্নীতির তদন্তে ইডির উপর হামলার নির্দেশ দেওয়ায় মূল অভিযুক্ত শাহজাহান আত্নগোপনে। উত্তর ২৪পরগনা জেলাপরিষদের মৎস্য কর্মাধক্ষ্য । শাহজাহান পলাতক। তবে সে আগে বার্তা দিয়েছিল, দোষ প্রমান হলে নিজের মুন্ডু নিজেই কাটবে।
জানা যাচ্ছে, শাহজাহানের জামিনের আবেদনের ভিত্তিতে আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে। গত ২৫ দিন ধরে সে নিখোঁজ। তার বিরুদ্ধে রেশন দুর্নীতির তদন্ত চলছে। এই মামলায় জেলে যাওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শাহজাহান। সন্দেশখালিতে তার বাড়ি তল্লাশির সময় আক্রান্ত হয়েছিল ইডি।
ইডি অফিসারদের উপরে হামলা করার অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে রেড কর্নার সার্কুলার জারিও করেছে ইডি। তবে সে পলাতক। শাহজাহানকে নিয়ে বেকায়দায় উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল।
তাৎপর্যপূর্ণ, এলাকার প্রাক্তন সিপিআইএম বিধায়কের দাবি, শাহজাহানা প্রকাশ্যে ঘুরছে। তাঁর দাবির পর চাঞ্চল্য ছড়ায়। রাজ্যের মন্ত্রী অখিল গিরিও পলাতক শাহজাহানকে নিয়ে জানান, ও রাজ্যে নেই। আর সোমবার তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শেখ শাহজাহান কী করেছে? যেদিন ঘটনা ঘটেছে, শেখ শাহজাহান ছিল বলে তো আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি। আমি জানি না। তবে যে ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত। এটা না ঘটলেই ভাল হত। যে ঘটনা সেদিন তাঁর বাড়ির বাইরে ঘটেছে, সেটা তো তদন্ত ছাড়া বলা যাবে না।”
অভিষেকের আরও সংযোজন, “বিষয়টি তো বিচারাধীন। ইডিও মামলা করেছে। সিট গঠন করে তদন্তও হচ্ছে। যতক্ষণ না তদন্তে কোনওরকম ফয়সলা হচ্ছে, আমি কীভাবে বলতে পারি কে করেছে! আমি তো গণৎকার নই।”