টানা ২৩ দিন পরেও অধরা সন্দেশখালিকাণ্ডে মাস্টারমাইন্ড তৃণমূল নেতা শেখ শাহজাহান (Shahjahan Sheikh)। এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর অনুযায়ী,ইডি অফিসারদের হামলার আগে শাহজাহানের দুটি মোবাইলই ব্যস্ত ছিল। এবার শাহজাহানের দুটি ফোন নম্বরের কল ডিটেইলস বের করছে ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, ইডি অফিসারদের হামলার আগে শাহজাহানের দুটি মোবাইলই ব্যস্ত ছিল। ওই দিন সকালে ২৮ বার ফোন করেছিলেন শাহজাহান। টানা ৩ মিনিট ফোন ছিল ব্যস্ত। কাদের কাদের সঙ্গে সেই সময় কথা বলেছিলেন তা জানতে সিডিআর বা কল ডেটা রেকর্ড সংগ্রহ করছেন গোয়েন্দারা।
ইডি আধিকারিকরা মনে করছে, ওই ৩ মিনিটেই হামলার ছক কষা হয়েছিল। অনুগামীদের ফোন করে ইডি অফিসারদের উপর হামলার পরিকল্পনা। কোন কোন অনুগামীকে ফোন করেছিলেন শাহজাহান? কোনও প্রভাবশালীকে ফোন করেছিলেন কি তিনি? তা জানতেই মুলত কল রেকর্ড সংগ্রহ করা শুরু হয়েছে।
৫ জানুয়ারি ইডি অফিসারদের উপর হামলার প্রায় ঊনিশ দিন পর গত বুধবার ফের সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে গিয়েছিলেন ইডি আধিকারিকরা।প্রথমদিন দিন ইডি আধিকারিকদের বাধার মুখে পড়তে হলেও দ্বিতীয়দিন কোনও জনরোষ দেখা যায়নি শাহজাহান শেখের বাড়িতে। যদিও, শাহজাহান শেখের বাড়িতে একাধিক জায়গায় তালা দেওয়া ছিল। সেইগুলি একের পর এক ভাঙতে হয় ইডি আধিকারিকদের। ভাঙা হয় আলমারি, ড্রয়ার। অনেক কিছু ঘেঁটে সেরকম দামী কিছু জিনিস পায়নি বলেই জানা গিয়েছে ইডি সূত্রে। একটি ঘর থেকে সামান্য কিছু বাতিল পাঁচশো টাকার নোট এবং সামান্য কিছু নথি পাওয়া গিয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে।
এরপর শাহজাহানের বাড়ির দরজায় নোটিস সাঁটিয়ে দেন আধিকারিকরা। সেই নোটিসে লেখা থাকে ২৯ জানুয়ারি অর্থাৎ আজ ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। আদৌ তৃণমূল নেতা হাজিরা দেন কি না তা নিয়ে জল্পনা সব মহলে।