জাতিগত শংসাপত্র মামলায় সিবিআই তদন্তে কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।
মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ ঘিরে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাত চলে। এই যুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ হাইকোর্টের বিচারপতিদের নির্দেশ স্থগিত করেছে।
মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ ঘিরে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাত চলছে। এই মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর প্রথমে স্থগিতাদেশ দেয়। সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে। ডিভিশন বেঞ্চের এই নির্দেশে প্রক্রিয়ায় ‘ত্রুটি’ আছে বলে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশনামায় বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলা হয়। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
মেডিকেল ভরতিতে দুর্নীতির অভিযোগে, বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একঘণ্টার মধ্যে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ। CBI অবিলম্বে তদন্ত শুরু করবে। ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেনFIR খারিজের যে নির্দেশ বিচারপতি সৌমেন সেন দিয়েছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন। ফলে নির্দেশ বৈধ নয়।
বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন আমি বিচারপতি সিনহার কাছ থেকে এটা জানতে পেরেছি। বিচারপতির সৌমেন সেন স্পষ্টই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। এরপর রাজনৈতিক বিতর্ক চলে। সেই সংঘাতে তৃ়নমূল, বাম, বিজেপি, কংগসে সবপক্ষের মতামাতে তীব্র বিতর্ক চলছে। দুই বিচারপতির সংঘাতে লেগেছে রাজনৈতিক রঙ|