বিধায়ক নওশাদ সিদ্দিকীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গরম ভাঙড় (Bhangar)।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাজনৈতিক গরম হাওয়ায় শীতও কাবু! আইএসএফ-বাম জোট বনাম তৃ়ণমূলের সংঘর্ষের রেশ ধরে এবার খোদ ভাঙড়ের বিধায়ককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে।
জানা যাচ্ছে রাম জন্মভূমি উদ্বোধন ইস্যুতে তৃণমূলের সংহতি মিছিল উদযাপনের মঞ্চ থেকে বিধায়ক নওশাদকে হুঁশিয়ারি দিয়েছেন আরাবুল ইসলাম। আরাবুল বলেন ২০১৯ লোকসভা ভোটে ১ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে ভাঙড় বিধানসভা থেকে লিড দিয়েছিলাম। এবারেও ভাঙড় বিধানসভায় ৬০ থেকে ৭০ হাজার ভোটের ব্যবধানে নওশাদকে ভাঙড়ের মাটিতে পুঁতে দিয়ে প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস।
বিধায়ক নওশাদ বলেছেন, লোকসভা ভোটে তিনি তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। তিনি ঘোষণা করেছেন ‘২০২৪-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাব। কাশফুলের বালিশ তৈরি তাঁর পিসি করবে, বিক্রির জায়গায় আমি করে দেব’।ভাঙডের বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে আরাবুল বলেন ডায়মন্ডহারবারে নয়, ভাঙড়ে ফের একবার দাঁড়িয়ে প্রমাণ করো তুমি নওশাদ সিদ্দিকী। দেখব তোমার কত বড় হিম্মত।
আরাবুল ইসলাম আরও বলেন, “নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে দাঁড়াতে হবে না। ওর যদি ক্ষমতা থাকে তো ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক। নওশাদ সিপিআইএম-এর দালাল, একটা বাচ্চা ছেলে! তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা। সেটা ভাঙড়ের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তুমি খাচ্ছ সরকারের, মাইনে নিচ্ছ সরকারের!”
প্রকাশ্য মঞ্চ থেকে সুর চড়ালেন আরাবুল ইসলাম। সেই কথা সমর্থন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও। সোমবার ভাঙড় ২ নম্বর ব্লকের সাতুলিয়ায় এক প্রকাশ্য সভায় আইএসএফ-এর বিরুদ্ধে এই হুঁশিয়ারি দেন আরাবুল ইসলাম। এই ঘটনায় রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে।
প্রসঙ্গত, কদিন আগেই নওশাদ সিদ্দিকী চ্যালেঞ্জ ছোড়েন, “ডায়মন্ড হারবারে আমি লড়াই করব। ২০২৪-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাব। কাশফুলের বালিশ তাঁর পিসি তৈরি করবে, বিক্রির জায়গা আমি করে দেব।” তিনি আরও বলেন, “২০২৪-এ ডায়মন্ড হারবারে ভাইপোকে পরাজিত করে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয়োৎসব করব। এখনও আমি নমিনেশন জমা করিনি, আর তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। বলছে, বিধবা ভাতা না বার্ধক্যভাতা চুরি হয়েছে। প্রায় ৯ বছর পরে ঘুম ভেঙেছে! আমি যদি নমিনেশন করি, তাহলে পিসি-ভাইপোর কী হবে, বোঝাই যাচ্ছে। ২০২৪-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাব।”
শুধু লোকসভা ভোট নয়, ২০২৬-এ বিধানসভা ভোটকে ‘পাখির চোখ’ করারও বার্তা দিয়েছেন নওশাদ। তিনি বলেন, “এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব। ২০২৬ সালে নবান্নের ১৪ তলা থেকে নামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢপের দোকানের মালিক বানিয়ে দেব।”