ক্রিকেট বিশ্বে মাঝে মধ্যে অনেক নিয়ম (Cricket Rule) বদলে যায়। যখন থেকে টি-টোয়েন্টি ক্রিকেট এসেছে এবং ক্লাব ক্রিকেটের রোমাঞ্চ বেড়েছে, তখন থেকে আরও নতুন নিয়ম আসতে শুরু করেছে। বিগ ব্যাশ লীগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, সিপিএলে প্রায়ই নতুন নিয়ম দেখা যায়। ক্রিকেটে এমন একটি নিয়ম থাকতে পারে যেখানে ছক্কায় ৬ নয়, ১২ রান দেওয়া হতে পারে।
শুনে আপনিও নিশ্চয়ই অবাক হবেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করেছেন, যার পরেই ক্রিকেটের নতুন নিয়ম নিয়ে আলোচনা চলছে। রবিনের এক্স-এ এক পোস্টে কেভিন পিটারসেন লিখেছেন, ‘দুই বছর আগে আমি ধারাভাষ্য দিয়েছিলাম যে, একজন ব্যাটসম্যান ১০০ মিটার ছক্কা মারলে তার ১২ রান পাওয়া দরকার। এখন এই নিয়ম আসছে… ।’
2 years I mentioned on commentary that I think a batter should get a 12 if he hits a six over 100m.
That rule is on its way………………— Kevin Pietersen🦏 (@KP24) January 20, 2024
ক্রিকেট বিশ্বে এতদিন নিয়ম অনুযায়ী ব্যাটসম্যান যতই বড় ছক্কা মারুক না কেন, তিনি ৬ রান পান। তবে ছক্কার পরিবর্তে ১২ রান পেতে শুরু করলে এই খেলা আরও আকর্ষণীয় হতে পারে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এখনই এটি প্রযোজ্য নাও হতে পারে। প্রথম লীগ ক্রিকেটেই এই নিয়ম আনা হতে পারে।
তবে এই নিয়মের তথ্য সংশ্লিষ্ট কোনো ক্রিকেট বোর্ড বা আইসিসির পক্ষ থেকে কোনো লীগের জন্য জানানো হয়নি। কোনো বিশ্ব লীগে এই নিয়ম চালু হলে তা হবে প্রথমবার। এমন ঘটনা ক্রিকেট বিশ্বে আগে কখনও দেখা যায়নি। মাস দুয়েকের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএলও। এখন দেখতে হবে কোন লীগে এই নিয়ম চালু হয়।