ISF: জোর ধাক্কা নওশাদের, ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় না হাইকোর্টের

ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা খেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একক বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে গেল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুক্রবার আদালত জানিয়ে দিল ২১…

ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা খেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একক বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে গেল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুক্রবার আদালত জানিয়ে দিল ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ভিক্টোরিয়া হাউজের সামনে নয়।

আগামী ২১ জানুয়ারি ISF-এর প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠান ভিক্টোরিয়া হাউজের সামনে করতে চেয়েছিলেন তাঁরা। উল্লেখ্য, এই ভিক্টোরিয়া হাউজের সামনেই তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান হয়। এই স্থানে ISF-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অনুমোতি দেয়নি পুলিশ। এরপরই নওশাদরা হয়েছিলেন আদালতের দ্বারস্থ। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলে যে শর্তসাপেক্ষে ওই সভা করতে পারে আইএসএফ। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবারের সেই মামলার শুনানিতে ধাক্কা খেলেন নওশাদ সিদ্দিকী।

   

শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে নওশাদদের সভা ভিক্টোরিয়া হাউজের সামনে করা যাবে না। ভিক্টোরিয়া বাদে কাছাকাছি অন্য জায়গায় সভা হতে পারে। বিচারপতি জয় সেনগুপ্তের শর্ত রেখে বাকি নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

রাজ্যের তরফে জানানো হয় ২১ জানুয়ারি একাধিক কর্মসূচি আছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘কার র্যা লি সকালে। আপনারা তো সব সামলাতে পারেন। শর্ত আরোপ করা হয়েছে। তাহলে সমস্যা কোথায়? আপনারা আগের বছরের কথা ভেবে আশঙ্কা প্রকাশ করেছেন।’

নওশাদের আইনজীবীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘আপনারা কি অন্য কোথাও এই সভা করতে চান?’ জবাবে নওশাদের আইনজীবী বলেন, “আমরা নিজেরা ভিডিওগ্রাফিও নিজেরাই করতে চাইছি। অন্য কোনও জায়গায় কেন যাব? রাজ্য ওই জায়গাতেই কেন করতে দিচ্ছে না? যেহেতু শাসকদল ওখানে সভা করে তাই অনুমতি দেওয়া হচ্ছে না।’

পাল্টা রাজ্যের হয়ে এজি কিশোর দত্ত বলেন, ‘গত বছর পাথর ছোড়ার মত ঘটনা ঘটেছে। আর এবার একদিনে অনেক সভা। ওই জায়গায় বিজেপিও সভা করেছে।’ প্রধান বিচারপতি আইএসএফের কাছে জানতে চান, ‘আপনাদের কতজন বিধায়ক আছেন? যদি কেউ এসে এমন কোনও বক্তব্য রাখেন যাতে গোলমাল হয়, সাধারণ মানুষ আক্রান্ত হন, তাহলে কে দায়িত্ব নেবে?’

প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘এই ব্যক্তি (নওশাদ) কি আগে অভিযুক্ত হয়েছেন?’ রাজ্য জবাবে জানায়, ‘ওই বক্তা ৪৮ দিন জেলে ছিলেন।’