৭৫ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপন করতে প্রস্তুত গোটা দেশ । প্রতিদিন নিয়ম করে চলছে রিহার্সাল পর্ব। চলছে সেনাদের মহড়া। ইতিমধ্যে দিল্লি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে এবং প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য জাতীয় রাজধানীকে হাজার হাজার সশস্ত্র কর্মী দিয়ে বহুস্তরীয় সুরক্ষার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নিয়ে বড় তথ্য দিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার মণীশ (IAF’s Wing Commander Manish)। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মোট ৫১টি বিমান অংশ নেবে। ৫১টি বিমানের মধ্যে রয়েছে ২৯টি যুদ্ধবিমান, ৮টি পরিবহণ ও ১৩টি হেলিকপ্টার।
উইং কমান্ডার মণীশ বলেন, “প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে চলেছে একটি সি-২৯৫ বিমান। ভারতীয় বায়ুসেনাও এই কুচকাওয়াজে ট্যাঙ্গল এয়ারড্রপকে তুলে ধরবে। এই বিমান ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জয় এনে দেয়। এর পাশাপাশি একটি ডাকোটা ও দুটি ডর্নিয়ার বিমান উড়বে ট্যাঙ্গোল ফর্মেশনে। তিনি আরও জানান, এলসিএ তেজসও প্রথমবারের মতো প্রজাতন্ত্রের কুচকাওয়াজে অংশ নিতে চলেছে। তেজস ফর্মেশনে উড়বে চারটি বিমান।
এবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামিল করা হয়েছে মহিলা ফাইটার পাইলটদেরও। ভারতীয় বায়ুসেনার জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার আশিস মোঘে এই তথ্য জানিয়েছেন। ৪৮ জন মহিলা অগ্নিবীরও এই কুচকাওয়াজে অংশ নিচ্ছেন। সেই সঙ্গে ট্যাবলোতে প্রদর্শিত হবে ভারতীয় বায়ুসেনার রেপ্লিকা।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বায়ুসেনার মার্চিং দলের নেতৃত্ব দেবেন স্কোয়াড্রন লিডার রশ্মি ঠাকুর। তাঁর সঙ্গে থাকবেন স্কোয়াড্রন লিডার সুমিতা যাদব, স্কোয়াড্রন লিডার প্রতিতি আহলুওয়ালিয়া এবং ফ্লাইট লেফটেন্যান্ট কীর্তি রোহিল। ফ্লাইট লেফটেন্যান্ট সৃষ্টি ভার্মা ত্রি-সেবা দলের সুপারনিউমারারি অফিসার হিসাবে মার্চ করবেন।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মেড ইন ইন্ডিয়ার উপর জোর দেওয়া হয়েছে
এবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হবে ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রশস্ত্র। কুচকাওয়াজে এলসিএইচ প্রচণ্ড হেলিকপ্টার, পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগের মতো দেশীয় অস্ত্র প্রদর্শন করা হবে। ভারতে তৈরি অস্ত্রের মধ্যে রয়েছে টি-৯০ ট্যাঙ্ক, বিএমপি-২ ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল, ড্রোন জ্যামার, অ্যাডভান্সড সর্বত্র ব্রিজ, সারফেস-টু-এয়ার মিসাইল এবং মাল্টি-ফাংশন রাডার ইত্যাদি।
লাইট কমব্যাট হেলিকপ্টারের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর এএলএইচ ধ্রুব হেলিকপ্টারের সশস্ত্র সংস্করণ, যা রুদ্র নামেও পরিচিত, প্রদর্শিত হবে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পিনাকা ও স্বাতী রাডারও অন্তর্ভুক্ত করা হয়েছে। দুটিই ডিআরডিও তৈরী করেছে। এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।